পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Roy লালন শাহ্ ও লালন-গীতিক। Հ6ե চাতক স্বভাব না হলে । অমৃত মেঘেরই বারি কথায় কি মেলেশ । চাতক পার্থীর এমনি ধারা, তৃষ্ণাতে প্রাণ যায় গো মারা, অন্য বারি খায় না তারা— ( থাকে ) মেঘের জল ব’লে । মেঘে কত দেয় গো ফাকি, তবু চাতক মেঘের ভুখি, অমনি মত হ’লে আঁখি সে ধন মিলে । মন হয়েছে পবন-গতি, উড়ে বেড়ায় দিবারাতি, লালন বলে, গুরুর প্রতি— মন রয় না সু-হালে ।” ১. 'শুধু মুখের কথায় নয় রে’ ( লী-গী, পৃঃ ১২৪ ) ২. ‘আমনি নিরীখ রাখলে আঁখি, সাধক বলে ।” ( লা-গী, পৃঃ ১২৪) ৩. ‘লালন বলে, গুরু-প্রীতি ... ও মন রয় না স্বহালে ।” (লা-গী, পৃঃ ১২৪)

  • --ভাব-সঙ্গীত অনুসরণে সংশোধন করা হ’লো ।