পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাকু ও লালমগীতিকা সাধুর হাটে সে যদি যায়, আঁইট বসে না কোন কথায়, মন থাকে তার দরগা তলায়, বুদ্ধি তার পেচোয় পেয়েছে । প্রতিমা গড়ে ভাস্করে মূলে প্রাণ প্রতিষ্ঠা করে, গুরু বলে আবার তারে এমন পাগল কে দেখেছে । মাটির পুতুল গড়ে নাচায় আপনি মারে আপনি বাচায়, ধাত্র যেন স্বয়ং হতে চায় লালন কয়, তার ও সকল মিছে । ՀԳՏ মন আমার না জেনে কেউ মজ না পীরিতে । জেনে-শুনে করগা পীরিত শেষ ভাল হয় যাতে । ভবের পীরিত ভূতের কীর্তন ক্ষণেক বিচ্ছেদ ক্ষণেক মিলন, অবশেষে বিপাকে মরণ তেমাথা পথে ।