পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&&s লালন শাহ্ ও লালন-গীতি পীরিতের হয় বাসনা, সাধুর কাছে জানগা বেনা’ লোহা যেমন পরশে সোনা । হবি ২ সে মতে । এক পীরিতের বিভাগ চলন কেউ স্বর্গে কেউ নরকে গমন, জেনে বলছে লালন, এহি জগতে । ՀԳՀ বিদেশীর সংগে প্রেম কেউ কোর না । আগে ভাব জেনে প্রেম কর, ষাতে ঘুচিবে ভব-যন্ত্রণা । স্বদেশের মানুষ যদি হয়, মনে করলে পাই সময় সময়৩ বিদেশী আশর জংলা টিয়ে কখনও পোষ মানে না । নলিনী আর স্বর্যের প্রেম যেমন সেই প্রেমের ভার নাও রসিক স্বজন, পথের মাথায় গোল বাধিলে কারো সাথে কেউ যাবে না । ১. চেনা ( লী-গী, পৃঃ ১২০ ), ২ হবা ৩. তার সনে করিগো প্রণয়’ ( লা-গী, পৃঃ ১৮)