পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ ও লালন-গীতিকা じも●@ চেীর আশির মধ্যে যদি, পড় হা রে মন-বিবাদি, হারাবি সে স্বর্ণ-নিধি শেষে পাবি যাতনা । সেবা পূজা ভক্তির স্মরণ মানুষেরি এরূপ করণ, লালন বলে, পশুর ধরন শুধু পেট সার কর না । ՀԵ՞> জাতির গৌরব কোথায় রবে । যখন এসব ফেলে যেতে হবে । বামুন কায়েত কামার কুলু ভিন্ন ভিন্ন ভাবছ সবে । এ সব যুচবে সেদিন, তোমায় যে দিন দীন ইসলাম তলব দিবে (রাজাধিরাজ তলব দিবে) । গড়েছে এক কারিগরে স্ত্রী আর পুরুষ ভংগি ভাবে, তাদের চাহন-চলনে সবাই চিনে ঢাকিলে না ঢাকা রবে ।