পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Stట్ర লালন শাহু ও লালন-গীতিকা যত কিছু বিষয়-আশয় কিছু নাহি সংগে যাবে, একবার মুদলে নয়ন করবে শয়ন মাটির দেহ মাটি হবে । জাতি-কুল সবই বিফল জাতি লয়ে কি পার পাবে। সিরাজ বলে ও রে লালন, ভাব আখেরেতে কিবা হবে । ఇన్ఫ లి একবার জগন্নাথে দেখ রে যেয়ে জাইত কেমনে রাখো বাচিয়ে । চণ্ডালে আনিলে অল্প ব্রাহ্মণে তাই খায় চেয়ে । ধন্ত প্ৰভু জগন্নাথ চায় না রে সে জাইত-অজাইত ভক্তের অধীন সে । আবার জাইত-বিচারী দুরাচারী ষায় তারা সব দূর হয়ে ।