পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ ও লালন-গীতিকা জন্মপথে ফুলের ধ্বজ ফুল ছাড়া নাই গুরু পূজা সিরাজ সাই কয় এ ভেদ বুঝ৷ লাঙ্গন ভেড়ের কার্য নয় । (লা-গী, ৯৭ সংখ্যক গান, পৃঃ ৬৭) ৩১১ কাশী যাবি কি মক্কায় যাবি রে মন । চল রে যাই । দোটানাতে ঘরলে পথে সন্ধ্যেবেলায় উপায় নাই । মক্কাতে ধাক্কা খেয়ে যেতে চাও কাশী স্থানে এমনি জালে কাল কাটালে ঠিক না মানে কোথা ভাই । নৈবিষ্ঠ পাকা কলা দেখে মন ভোলে ভোলা fসরি বেলা দরগাতলা তাও দেখে মন খল্বলায় । চুল পেকে হ’লে বুড়োহুড়ে না পেলে পথের মুড়ে লালন বলে সন্ধি জেনে না পেলে জল নদীর ঠাই । (লা-গী, ১০ সংখ্যক গান, পৃঃ ৮ ) ३y१