পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৯২ লালন শাহ্ ও লালন-গীতিক। Ó›ማ তোর ছেলে যে গোপাল সে সামান্য নয় মা । আমরা চিনেছি তারে বলি ম| তোরে তুই ভাবিস না । কার্য দ্বারা জ্ঞান হ’য়েছে আমন চাদ নেবেছে ব্রজে, নইলে বিষম কালিদর বিষের জালায় বাচিত না । যে ধন বাঞ্ছিত সদায় তোর ঘরে মা সে দয়াময় নইলে কিগো তার বঁাশী-স্বরে ধার ফেরে গঙ্গা ।। যেমন ছেলে গোপাল তোমার আমন ছেলে আর আছে কার লালন বলে, যে গোপালের অঙ্গে গোপাল হয় মা । ( লা-গী, ৩৪১ সংখ্যক গান, পৃঃ ২৩৪ ) ○>br দেখ না রে ভাব নগরে ভাবের ঘরে ভাবের কীতি । জলের ভিতরে রে জলছে বাতি ॥ ভাবের মানুষ ভাবের খেলা ভাবে বসে দেখ নিরাল নীরেতে ক্ষীরেতে ভেলা বয়ে জতি।।