পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

9Տծ লালন শাঙ্ক ও লালন-গীতিকা তিন শ’ ষাট রসের জোড়া জুড়েছে এক পবন ঘোড়া জগত জোড়া একজন নাড়া উণ্টে দাড়া তার রকম । পাচ ইমাম পাচ কাবা, পাচ নবী পড়েছে কালাম পাচ পাচা পচিশের ঘরে প্রধান আছে পাচ ইমাম । তির ধারা ত্রিপিণে ধারা বয় সে ত্রিগুণে মুরশিদ বিনে পাবি নে কোন খানে কোন বস্তুধন ৷৷ ছয় রতি আছে ঘরে ছিমহলে ঘড়ি ঘোরে রাতদিন চব্বিশ ঘণ্টা, ঘণ্টায় ঘণ্টায় বাজিছে, দমে তার আসল বেনা দম সরিলে আর বঁাচে না লালন কয়, জ্ঞান-উপাসনা শোন রে বলি, ফিরে শোন ।” ১ কুষ্টীয়া-নিবাসী মুসলিম ফকিরের সোঁজেন্স প্রাপ্ত