পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

「○○や লালন শাহ্ ও লালন-গীতিক Ꮼ©☾ প্রেম সামাকে কি জানা যায় সুর্যের সুসংগে কমল কি রূপে তার যুগল হয় । সুমুদ,রে নামলে রে মন পদ না ভিজিবে তার মায়ার সংগে রবে মায়া স্পর্শ না করিবে তায় । কুমিক্ষে পতংগ ধরে মাটির গড়ে লয়ে যায় তারে আল মারিয়ে র্কাই সাজিয়ে আপন করে ছেড়ে দেয় । লালন শাহ বলে রে পঞ্চ’ সে বড় রাগের করণ পঞ্চবাণে শিক্ষা হলে তারি হবে রণ জয় । _ ১ ভণিতায় ‘লালন শাহু’ ও ‘পঞ্চ নাম পাওয়া যাচ্ছে। এটি খুব সম্ভবতঃ পাচু (লালন-শিন্ত ) শার রচনা। অবস্থি পাঞ্জ, শাহও হতে পারে। পাঞ্জু শার গানের পুথি তৎপুত্র খোদকার রফীউন্মান সাহেবের কাছে আছে । তাতে এই গানটি নেই । ভাব-সঙ্গীতেও পাঞ্জু শার অনেক গান উদ্ধত হয়েছে।