পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Հ8 . লালন শাহ্ ও লালন-গীতিক ఫ్చిరి আপন সুরাতে আদম গঠলেন দয়াময় । নইলে কি ফেরেস্তারে সিজ দা দিতে কয় । দুষে সে আদম সফী আজাজীল হল পাপী মন তোমার লাফালাফি তেমনি দেখা যায় । অাদমে আল্লা না হলে পাপ হতো সিজ দা দিলে শেরেক গোনা যারে বলে এ দীন দুনিয়ায়।।২ আদমী সে চেনে আদম পশু কি তার পায় মরম লালন কয়, আগষ্ঠ ধরম" আদম চিনলে হয় ।। ৪ পাপ আল্লা আদম না হ’লে পাপ হ’তো সেজদা দিলে সেরেফ পাপ যারে বলে এ দীন দুনিয়ায় । ধরণ (লা-গী, পৃঃ ১৯৩, গান—২৮৫ ) “আদমী সে আদম চিনে, ঠিক নামায দেল কোরাণে লালন কয় সিরাজ সাইয়ের গুণে আদম চিনলে হয় ।” ( ভী-স, গান ১৬৩, পৃঃ ১৫৫ )