পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ্ ও লালনগীতিক মূলাধারের মূল সেহি নূর নূরের ভেদ আকুল স্বমুন্সর যার হয়েছে প্রেমের অংকুর ঝলক দিচ্ছে তারি ॥ সিরাজ সাই বলে রে লালন আপন দেহের করগা বলন” নূরে নূর করে মিলন থেকে রে নেহারি । 8& লণ্ঠনে রূপের বাতি জলছে সদায় । দেখ না রে দেখতে যার বাসন হাদয় । বাতির গিরে ফস্ক। মারা শুধুই কথার ব্যবসা করা তারা কি হয় সে রূপ নেহার। মিছে গোল বাধায় । যে দিন বাতি নিবে যাবে ভাবের শহর আন্ধার হবে সুখ পাখী সে পালাইবে ছেড়ে সুখোদয় । সিরাজ সাই বলে রে লালন স্বরূপ রূপে দিলে নয়ন হবে রূপের রূপ দরশন পড়িস নে ধনায় । ‘করগে আপন দেহের বলন’ ( ল|-গী, পৃঃ ১৬২ )