বিষয়বস্তুতে চলুন

পাতা:লিপিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরীর পরিচয় > 4X “পরী কোথায় লুকিয়ে রইল, শেষরাতে অন্ধকারের আড়ালে উষার মত ।” রাজপুত্র ঘরের লোকের কাছে লজ্জা পেলে । একদিন মনে একটু রাগও হ’ল। কাজরী সকালবেলায় বিছানা ছেড়ে যখন উঠতে যায় রাজপুত্র শক্ত করে? তার হাত চেপে ধরে বললে, “আজ তোমাকে ছাড়ব ন,—নিজরূপ প্রকাশ কর, আমি দেখি ” এমনি কথাই শুনে বনে যে হাসি হেসেছিল সে হাসি আর বেরল না । দেখতে দেখতে দুই চোখ জলে ভরে? এল । রাজপুত্র বললে, “তুমি কি আমায় চিরদিন ফাকি দেবে ?” সে বললে, “না, আর নয়।” রাজপুত্র বললে, “তবে এইবার কাৰ্ত্তিকী পূর্ণিমায় পরীকে যেন সবাই দেখে ।” পূর্ণিমার চাদ এখন মাঝ গগনে। রাজবাড়ির নহবতে মাঝ-রাতের সুরে ঝিমি ঝিমি তান লাগে । রাজপুত্র বরসজ্জা পরে হাতে বরণমালা নিয়ে মহলে ঢুক্ল, পরী-বোয়ের সঙ্গে আজ হবে তার শুভদৃষ্টি।