পাতা:লিপিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>¢२ লিপিকা শয়নঘরে বিছানায় শাদা আস্তরণ, তার উপর শাদ কুন্দ ফুল রাশ করা ; আর উপরে জানলা বেয়ে জ্যোৎস্না পড়েচে । আর কাজরী ? সে কোথাও নেই। তিন প্রহরের বঁাশি বাজল। চাদ পশ্চিমে হেলেচে। একে একে কুটুম্বে ঘর ভরে গেল। পরী কই ? রাজপুত্র বললে, “চলে গিয়ে পরী আপন পরিচয় দিয়ে যায়, আর তখন তা’কে পাওয়া যায় না।”