পাতা:লেফ্‌টেন্যাণ্ট সুরেশ বিশ্বাস.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
খ্রীষ্টধর্মে দীক্ষা
৮৩

 “তিনি কতকগুলি প্লাকার্ড ও সম্বাদ পত্র তাহার আত্মীয় দিগকে পাঠাইয়াছেন। আমার বোধ হয় এগুলি সব পর্টুগিজ ভাষায় লেখা। তাহার আত্মীয়গণ এগুলির অনুবাদ পাইবার জন্য বিশেষ ব্যগ্র হইয়াছেন। আমার মনে হইল হয়ত আপনি বা ফাদারগণের মধ্যে অন্য কেহ পর্টুগিজ ভাষা পাঠ করিতে পারিবেন। বিশেষ পুঙ্খানুপুঙ্খ অনুবাদ করিবার বোধ হয় আপনাদিগের সময় হইবে না। ইহাদের ভাবার্থ পাইলেই আমরা বিশেষ অনুগ্রহিত মনে করিব।”