বিষয়বস্তুতে চলুন

পাতা:লেফ্‌টেন্যাণ্ট সুরেশ বিশ্বাস.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

পঞ্চদশ পরিচ্ছেদ।


ব্রহ্মে গমন।

 যত সময় অতীত হইতে লাগিল, সুরেশের মন ততই কলিকাতা ত্যাগ করিবার জন্য ব্যাকুল হইল। কলিকাতা ত্যাগ করিবার জন্য তিনি এতই ব্যগ্র হইয়া উঠিলেন যে এক দিন ব্রিটিশ ইণ্ডিয়া কোংর আফিসে গিয়া রেঙ্গুনের একখানি ডেক টিকিট ক্রয় করিলেন। এত স্থান থাকিতে রেঙ্গুনে যাইবার জন্য তিনি কেন ইচ্ছুক হইলেন, ইহার উত্তরে বলা যায় যে, বিলাত যাইবার কোন উপায় না দেখিয়া সুরেশ বর্ম্মায় যাওয়াই স্থির করিলেন। অল্প পয়সায় জাহাজে নূতন দেশে যাইতে ইচ্ছা করিলে রেঙ্গুনই সর্ব্বাপেক্ষা প্রশস্ত স্থান। যেখানেই হউক দেশ হইতে অন্যত্র গিয়া কোন কার্য্যকর্ম্ম করাই তাঁহার একান্ত বাসনা।

 আমরা যে সময়ের কথা বলিতেছি সে সময়ে ব্রহ্মদেশ এখনকার মত সভ্য বা ইংরাজ-রাজ্যের সুশৃঙ্খলাপ্রাপ্ত হয় নাই। উপর ব্রহ্ম তখনও দেশীয় রাজার অধীন ছিল;—লোয়ার বর্ম্মা ইংরাজগণ দখল করিয়াছিলেন বটে, কিন্তু তখনও সুবন্দোবস্ত করিতে পারেন নাই। ইংরাজী জানা লোকেরও তখন ব্রহ্মদেশে বিশেষ অভাব ছিল; এই সকল কারণে সেখানে গেলে চাকুরী