পাতা:লেফ্‌টেন্যাণ্ট সুরেশ বিশ্বাস.djvu/২১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সপ্তত্রিংশ পরিচ্ছেদ।



নাথেরয়ের যুদ্ধ।

 ১৮৯০ খৃষ্টাব্দের সেপ্টেম্বর মাসে ব্রেজিলপ্রদেশে রাষ্ট্রবিপ্লব উপস্থিত হয়। যদিও এ প্রদেশ ষড়যন্ত্র, গৃহবিবাদ ও কলহের আগায়, তখচ এরূপ বিপ্লব এ অঞ্চলে কখনও হয় নাই। সমস্ত প্রদেশ আলোড়িত হইয়া উঠিল,—অধিবাসিগণ বিব্রত হইয়া পড়িল। দেশের সমুদয় রণপোতে বিদ্রোহ পতাকা উড্ডীয়মান হইল। বিশখানি বৃহৎ যুদ্ধজাহাজ আসিয়া রাজধানীয় উপর গোলাবর্ষণ করিতে লাগিল। ব্রেজিলের স্থল সৈন্য অপেক্ষা রণপোতের সেনানীগণ অধিকতর শিক্ষিত ও দক্ষ ছিল, কাজেই প্রথমত: তাহারাই পতি পদে জয়ী হইতে লাগিল,—সহরে হুলস্থূল পড়িয়া গেল। অধিবাসিগণ চারিদিকে পলাইতে আরম্ভ করিল। আইন কানুন, শান্তি সমস্তই একেবারে লোপ পাইল। চারিদিকে অরাজকতা বিস্তারিত হইল।

 যাহাহউক কোন ক্রমে দূর্গ সকল যুদ্ধপযোগী করিয়া বহুসংখ্য লোককে সখের সৈনিকরূপে নিযুক্ত করা হইল। বিদ্রোহী রণপোতের সৈনিকগণ যাহাতে নগয় অধিকার করিতে না পারে তজ্জন্য সর্ব্বোতভাবে আয়োজন করা হইল। যুদ্ধপোত