পাতা:লেফ্‌টেন্যাণ্ট সুরেশ বিশ্বাস.djvu/২৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২১৬
লেফ্‌টেন্যাণ্ট সুরেশ বিশ্বাস

ষষ্ঠ পত্র।

রিও; ১২ই এপ্রেল, ১৮৯৭।

 প্রিয় পিতৃব্য মহাশয়,—আমি ১৫ই নবেম্বর তারিখে যে পত্র লিখিয়াছি, তাহার কোনও প্রত্যুত্তর না পাইয়া সাতিশয় দুঃখিত আছি। সেই পত্রসহ আপনাকে কতকগুলি সংবাদ পত্র ও অন্যান্য আবশ্যকীয় কাগজ পত্র পাঠাইয়াছিলাম, সেগুলি পাইলেন কি না তাহাও জানিতে পারিলাম না। আমি অনেকটা শারীরিক ভাল আছি। আজ সাতিশয় আহ্লাদের সহিত আপনাকে জানাইতেছি যে, আমার আত্মচরিত অনেকটা লেখা হইয়াছে, তবে সেটী সম্পূর্ণ করিতে অবশ্যই বিলম্ব হইবে। সম্প্রতি আমার কাজের এতই ভিড় পড়িয়াছে যে, উহা লিখিবার প্রায়ই সময় নাই না, তবে আশা করি, সময়ে শেষ করিয়া তুলিতে পারিব। কাকা, জ্যোতিষ পড়িতে আমি বড়ই আনন্দ অনুভব করি—এবং বহু দিবস হইতেই সাগ্রহে পড়িতেও আরম্ভ করিয়াছি। আমার একান্ত ইচ্ছা যে, আপনি একটু কষ্ট স্বীকার করিয়া আমার জন্ম তারিখ যথাযথ লিখিয়া পাঠান। আমি স্বহস্তে নিজের একটী ভাগ্যচক্র প্রস্তুত করিব মনস্থ করিয়াছি—তাহাতে আমার জন্মতিথি, নক্ষত্র ও গ্রহ উপগ্রহের যথাযথ স্থান নির্দ্দেশ করিয়া রাখিব। সেই চক্রখানি থাকিলে ভারী বিপদ, পীড়া প্রভৃতির কথা পূর্ব্ব হইতে জ্ঞাত হইয়া সে গুলি সহজেই দূর করিতে পারিব। আমি অন্যান্য অনেক শাস্ত্র শিক্ষা করিয়াছি, এবং ঐ সকল শাস্ত্রের প্রকৃত তথ্যও জানিতে পারিয়াছি; কিন্তু আমি মিলাইয়া দেখিতে চাই যে, জ্যোতিষ ফলের সহিত সে গুলির