পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ কুঞ্জ জুতা-জোড়াটা হাত দিয়া ঠেলিয়া অতি রুক্ষস্বরে কহিল, আমি পারব না যেতে। বৃন্দাবন আমার বিয়ের সময় আসেনি কেন, এতই কি সে আমার চেয়ে বড়লোক যে, একবার আসতে পারলে না, শুনি ? কুস্কমের উত্তরোত্তর অসহ হুইয়া উঠিতেছিল, তথাপি সে শাস্তভাবে বলিল, তার छद्र झरब्रछिल । 餘 হয়নি । নলডাঙ্গায় বসে মা খবর শুনে বললেন, মিছে কথা, চালাকি । তাকে ঠকানো সোজা কাজ নয় কুঙ্কম, তিনি ঘরে বসে রাজ্যের খবর দিতে পারেন, তা জানিস্ ? নেমকহারাম আর কা'কে বলে, একেই বলে। আমি তার মুখ দেখতেও চাইনে। বলিয়া কুল,গন্ধীরভাবে রায় দিয়া উঠিয়া দাড়াইয়া জুতা পায়ে দিল । কুঙ্কম বজাহতের মত কয়েকমুহূৰ্ত্ত স্তব্ধ থাকিয়া ধীরে ধীরে বলিল, নেমকহারাম তিনি। জুন তাকে সেইদিন বেশী করে খাইয়েছিল, যেদিন ডেকে এনে ভয়ে পালিয়ে গিয়েছিলে। দাদা, তুমি এমন হয়ে যেতে পার, এ বোধ করি, আমি স্বপ্নেও ভাবতে পারতুম না। কুঞ্জর তরফে এ অভিযোগের জবাব ছিল না। তাই, সে যেন শুনিতেই পাইল না, এইরকম ভাব করিয়া দাড়াইয়া রহিল। কুসুম পুনরায় কহিল, বা তুমি তোমার বিষয়-আশয় বলচ, সে কা’র হত ? কে তোমার বিয়ে দিয়ে দিলে ? কুঞ্জ ফিরিয়া দাড়াইয়। জবাব দিল, কে কার বিয়ে দিয়ে দেয় ? মা বললেন, ফুল ফুটলে কেউ আটকাতে পারে না। বিয়ে আপনি হয়। আপনি হয় ? इब्रहें उ । কুক্কম আর কথা কহিল না, ধীরে ধীরে চলিয়া গেল। লজ্জায় ঘৃণায় তাহার বুক ফাটিয়া বাইতে লাগিল । ছি, ছি, এ-সব কথা যদি তাহারা শুনিতে পান ! শুনিলে, প্রথমেই র্তাহাদের মনে হইবে, এই দুই ভাই-বোন এক ছাচে ঢালা ! মিনিট-কুড়ি পরে নূতন জুতার মচ মচ, শব্দ শুনিয়া কুষম বাহিরে আসিয়া জিজ্ঞাসা করিল, কবে ফিরবে ? কাল সকালে । আমাকে বাড়িতে একা ফেলে রেখে যেতে তোমার ভয় করে না ? লজ্জা হয় না ? কেন, এখানে কি বাঘ-ভালুক আছে যে তোকে খেয়ে ফেলবে ? আমি সকালেই ত ফিরে আসব, বলিয়া কুঞ্জ শ্বশুরবাড়ি চলিয়া গেল। কুক্কম ফিরিয়া গিয়া জলন্ত উনানে জল ঢালিয়া দিয়া বিছানায় আসিয়া গুইয়া পড়িল । › ማሉ: