পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/২৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পথ-নির্দেশ नारश्च फाख्गब्र अउ बूविण ना। cन घरब छूकिब्र निकd aोकि छैोनिया থার্শ্বোমিটার বাহির করিতে লাগিল। স্বলোচনা বিরক্ত হইয়া বলিলেন, ওর বুদ্ধি দেখ ! ও ঐটে দিয়ে আজ আমার জর দেখবে! হা গুণী, ননাকে পাঠিৰ্বে দে, ভাল কবিরাজ ডেকে আমুক, কখন শেষ হবে আমাকে শুনিয়ে যাক । বলে দে ওষুধ-পত্র মা আনে। স্বলোচনা গ্যাসের আলো সহ করিতে পারিতেন না ; তাই এ-ঘরে বরাবর মোমবাতি জলিত। সন্ধ্যা হইলে দাসী সেজ জালিয়া টেবিলের উপর রাখিয়া দিয়া গেল । স্বলোচনা বলিলেন, আজকের রাত্রিই বোধ করি শেষরাত্রি। তাই আজ যদি না সত্যি কথা স্পষ্ট করে বলতে পারি, আজ যদি না লঙ্গ-সঙ্কোচ ত্যাগ করে মুখের সঙ্গে বুকের সঙ্গে এক করে দেখতে পারি, তবে ভগবান যেন আমাকে আরও শাস্তি দেন । কিন্তু তিনি নির্দোষীকে যেন আর দুঃখ না দেন। আমার পাপের ফল যেন আমার ওপর দিয়েই শেষ হয়। তিনি কিছুক্ষণ স্তন্ধ হইয়া থাকিয়া হঠাৎ দীর্ঘশ্বাস ফেলিয়া 'উঃ' করিয়া উঠিলেন, হেম ব্যস্ত হইয়া মুখের উপর ঝুকিয়া পড়িয়া বলিল, কি মা ? স্থলোচনা আস্তে আস্তে বলিলেন, কিছুই নয় মা। শুধু তুই কি এক হেম, আমার গুণীর যে মুখ আমি চোখে দেখেছি—পাষাণেরও বোধ করি তাতে দয়া হ’ত কিন্তু আমার হয়নি, অথচ সে আমাদের কি না করেছে । থাক, ও সব-কথা জার তুলব না। কোনদিন তার অবাধ হ’সনে মা, ও-সব মহিষের বুকের ব্যথা স্বয়ং ভগবানের বুকে গিয়ে বাজে। তার যা ধর্ম, তোর ধৰ্ম্মও তাই। এ আমার আদেশ নয় হেম, এ তার আদেশ, যার আদেশে তোরা একদিনের দেখাতেই চিরকালের মত এক হয়ে গিয়েছিলি। ছিঃ মা, লজ্জা কি ! যিনি অন্তর্যামী, যিনি বুকের ভিতর লুকিয়ে বসে কথা কন, তাকে অস্বীকার করে না—তাকে অমান্ত করে না। তার হুকুম আমার ভিতরেও কথা কয়েছিল, কিন্তু দৰ্প করে তা শুনিনি, অগ্রাহ করে অপমান করেছিলাম, তাই তার ফল পাচ্ছি। কিন্তু তোদের ওপরে আমার এই শেষ অনুরোধ রইল মা, আমার পাপকে চিরকাল স্বীকার করে আমার দুষ্কৃতিকে যেন অক্ষয় করে রাখিসনে । মানদণ আসিয়া বলিল, মা, কবিরাজ এসেচেন । স্বলোচনা আস্তে আস্তে বলিলেন, তাকে আসতে বল। হেম, তুই একবার বাইলে याँ प्रl ! ՀԵՑ