পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/৪০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

भद्र६-नाश्छिा-मt&ई এসেছি উংসবের মন নিয়ে, আমি এনেছি হৃদয়ের আদান-প্রদানে পরম্পরের স্বনিবিড় পরিচয় নিতে। এ উপলক্ষ না ঘটলে হয়ত কোনদিন আমাদের আপনাদের দেশে আসা হ’তো না, আপনাদের সৌজন্য সহৃদয়ত সৌভ্রাত্র ও আতিথ্যের স্বাম গ্রহণ করা ভাগ্যে জুটতো না। এই আমাদের পরম লাভ, এই আমাদের আজকের সভার সার্থকতা। আরও একটা কথা বড় করে আজ আমার বার বার মনে হয় । মাতৃভাষার সেবক আমরা,-সাহিত্যের পূণ্য মিলনক্ষেত্র ছাড়া এতগুলি হিন্ধুমুসলমান ভাই-বোনের আমরা একাসনে বলে এমনভাবে মিলতে পারতাম আর কোন সভাতলে ? আর একটা কথা বলার বাকী আছে। সে আমার অন্তরের কৃতজ্ঞতা নিবেদন করা। আমার গভীর আনন্দ ও তৃপ্তির কথা শতমুখে বলা। কিন্তু মুখ আমার একটি, তার সাধ্য সীমাবদ্ধ। এই ক্ষোভের কথাটাও জানিয়ে রেখে আমি বিশ্বাস্থ গ্রহণ করলাম le সাহিত্যিক সম্মেলনেক্স ভদ্দেশ্য আপনারা এখানে এসেছেন নানা স্থান থেকে ; এসে আমাদের পরম্পরের সঙ্গে দেধা-সাক্ষাৎ হো’ল, আলাপ পরিচয় হোল। আগে ৰে-সমস্ত সঙ্গী-সমিতিতে আমি যোগ দিয়েছি, এই আক্ষেপই করেছি যে, সভায় ৰোগ দিলাম বটে, কিন্তু পরস্পরের সঙ্গে আলাপ-পরিচয় হো’ল না। এটা একটা উন্নত সাহিত্য-সভা। সাহিত্য আমার পেশী, জীবিকাও এই। এই জিনিসটা আরম্ভ করে আমি কতটা কি করতে পেরেছি না-পেরেছি, তা আপনার পাঁচজনেই জানেন । আপনারা আমায় বলেন বক্তৃতা করতে। প্রথমত আমি বলতে পারিনে, গলাও নেই। কথাও খুজে পাই না, তবুও আপনারা মনে করেন কতকটা কাজ হয়েছে এবং নিজের আত্মবিশ্বাসই বলুন বা আত্মসন্ত্রমই বলুন, আমি মনে করি চেষ্টা আমি করেছি। -: ১৩ই ऋान् ১৩৪• বঙ্গাঙ্গে ফরিদপুর-সাহিত্য-সম্মেলনে প্রদত্ত মূল সভাপতির অভিভাষণ। ১৩৪* कत्रांश्च ‘विफ्रेिंड" प्रांनिक भहिकांद्र थकांलिङ ।