পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/২৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ এ আমি বহুবার দেখেছি। আচ্ছা তুমিই বল দেখি কার গরজ বেশী ? আমাদের না জগদীশের ছেলের ? ঋণ পরিশোধের সাধ্যই যদি থাকত, একবার নিজে এসে কি চেষ্টা করে দেখত না ? সে তো জানে তুমি এসেছ ? এখন আমরাই যদি উপযাচক হয়ে ডাকিয়ে পাঠাই, সে নিশ্চয়ই একটা বড়রকমের সময় নেবে। তাতে ফল শুধু এই হবে যে, দেনাও শোধ হবে না, জার তোমাদের সমাজ-প্রতিষ্ঠার লঙ্কল্পও চিরদিনের মত ডুবে যাবে। বেশ করে ভেবে দেখ দিকি মা, এই কি ঠিক নয় । আর তার অগোচরেও তো কিছু হতে পারবে না। তখন নিজে যদি সে সময় চায় তখন না হয় বিবেচনা করে দেখা যাবে। কি বল মা ? বিজয় । ( অপ্রসন্ন-মুখে ) আচ্ছা । কাকাবাবু, আমার বড় দেরি হয়ে গেল, এখন কি যেতে পারি ? রাস । যাও মা যাও, আমিও চললাম । বিজয়ার প্রস্থান ] বিলাস । ( সক্রোধে ) সে যদি দশ বছরের সময় চায় তো বিবেচনা করতে হবে নাকি ? রাস । ( ক্রুদ্ধ চাপাকষ্ঠে ) হবে না তো কি সমস্ত খোয়াতে হবে ? মন্দিরপ্রতিষ্ঠা ! দেখ বিলাস, এই মেয়েটির বয়স বেশী নয়, কিন্তু সে বেশ জানে যে সেই তার ৰাপের সমস্ত সম্পত্তির মালিক, আর কেউ নয় । মন্দির-স্থাপনা না হলেও চলবে, কিন্তু আমার কথাটা ভুললে চলবে না । [ প্রস্থান ] [ কালীপদর প্রবেশ] কালী। মা জিজ্ঞাসা করলেন আপনাকে কি আর চা পাঠিয়ে দেবেন ? বিলাস । না । কালী । সরবৎ কিংবা— বিলাস। না দরকার নেই । কালী । ফল কিংবা কিছু মিষ্টি । বিলাস । আঃ দরকার নেই বলছি না? তাকে বলে দিও আমি বাড়ি চললুম। [अंशांन ] কালী । বলতে হবে না, তিনি গেলেই জানতে পারবেন। প্রস্থান ]