বিষয়বস্তুতে চলুন

পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/১৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

भग्नर्-जांश्ङिा-न९@ई নাই ; কারণ গোকুল স্ত্রী-শ্বশুর-শাশুড়ীর প্রভাবে তাহদের প্রতি যত অন্যায়ই করুক, সে স্বামীর এত দুঃখের দোকানটি অন্ততঃ বজায় করিয়া রাখিবে, স্বৰ্গীয় স্বামীর কথা মনে করিয়া তিনি এ চিন্তাতেও কতকটা মুখ পাইতেন । এমনি করিয়াই দিন কাটিতেছিল। আজ বৈশাখী সংক্রান্তি । প্রতি বৎসর এইদিনে ঘটা করিয়া ব্রাহ্মণভোজন করাইতেন । কিন্তু এবার নিজের কাছে টাকা না থাকায় এবং কথা-প্রসঙ্গে বিনোদকে বার-দুই জানাইয়াও তাহার কাছে সাড়া না পাওয়ায় এ-বৎসর ভবানী সে সঙ্কল্পই পরিত্যাগ করিয়াছিলেন। সহসা অতি প্রত্যুষে ভয়ানক ডাকাডাকি ; হাবুর মা সদর দরজা খুলিয়া দিতেই গোকুল ব্যস্ত হইয়া প্রবেশ করিল । সঙ্গে তাহার অনেক লোক, ঘি, ময়দা, বহুপ্রকার মিষ্টান্ন, ঝুড়িভরা পাকা আম । ঢুকিয়াই কহিল, আমাদের পাঞ্জার সমস্ত বামুনদের নেমস্তন্ন করে এসেচি–সে বঁাদরটার পিত্যেশে ত আর ফেলে রাখতে পারিনে। মা কই ? এখনো ওঠেননি বুঝি ? যাই, কাজকৰ্ম্ম করবার লোকজন গিয়ে পাঠিয়ে দিই গে। যেমন মা—তেমনি ব্যাটা, কারো চাড়ই নেই, যেন আমারই বড় মাথাব্যথা ! মাকে খবর দি গে হাবুর মা, আমি ঘণ্টাখানেকের মধ্যে ফিরে আসচি। বলিয়া গোকুল যেমন ব্যস্ত হইয়া প্রবেশ করিয়াছিল, তেমনি ব্যস্ত হইয়া বাহির হইয়া গেল । ভবানী অনেকক্ষণ উঠিয়াছিলেন এবং আড়ালে দাড়াইয়া সমস্তই দেখিতেছিলেন। গোকুল চলিয়া যাইবামাত্র অকস্মাৎ অশ্রীর বন্ত আসিয়া তাহার দুই চোখ ভাসাইয়া দিয়া গেল । সেদিন ছিল রবিবার । “শনিবারের রাত্রি' করিয়া অনেক বেলায় বিনোদ বাড়ি ঢুকিয়া অবাক হইয়া গেল ! হাবুর মার কাছে সমস্ত অবগত হইয়া মাকে লক্ষ্য করিয়া কহিল, দাদাকে খবর দিয়ে এর মধ্যে না এনে আমাকে জানালেই ত হ’তো । আমার যে এতে অপমান হয় । ভবানী সমস্ত বুঝিয়াও প্রতিবাদ করিলেন না। চুপ করিয়া রহিলেন । গোকুল ফিরিয়া আসিয়া বিনোদকে দেখিয়াও দেখিল না । কাজকর্মের তদারক করিয়া ফিরিতে লাগিল এবং যথাসময়ে ব্রাহ্মণভোজন সমাধা হইয়া গেলে, কাহাকেও কোন কথা না কহিয়া বাহির হইবার উপক্রম করিতেছিলেন, এমন সময় বাড়ুৰ্য্যেমশাই তাহাকে সকলের মধ্যে আহবান করিয়া কহিলেন, ব’সে । আজ তিনিও গোকুলের দ্বারা নিমন্ত্রিত হইয়া আসিয়াছিলেন । তাই তাহারই টাকায় পরিতোষপূর্বক আহার করিয়া সেদিনের অপমানের শোধ তুলিতে প্রবৃত্ত হইলেন। মজুমদারদের অনেক অল্পই নাকি তিনি হজম করিয়াছিলেন, তাই নিমাই እ¢: