শরৎ-সাহিত্য-সংগ্ৰহ
औषांनमा । कि अकूटब्रांथ चलक ?
বাহিরে গরুর গাড়ি দাড়ানোর শব্দ হইল। ]
ষোড়শী। দয়া করে একটু সাবধানে থাকবেন।
জীবানন্দ। সাবধানে থাকব ! কি জানি, সে বোধ হয় জায় পেয়ে উঠব না। কিছুক্ষণ পূৰ্ব্বে এই মন্দিরে কে ছ'জন দেবতার চৌকাঠ ছয়ে প্রাণ পৰ্যন্ত পণ করে শপথ করে গেল, তাদের মায়ের সর্বনাশ যে করেচে, তার সৰ্ব্বনাশ না করে তারা বিশ্রাম করবে না—আড়ালে দাড়িয়ে নিজের কানেই ত সব শুনলুম-দিন আগে হলে হয়ত মনে হতো, আমিই বুঝি তাদের লক্ষ্য—দুশ্চিস্তার সীমা থাকত না, কিন্তু আজ কিছু মনেই হ’লে না—কি অলকা ? চমকালে কেন ?
ষোড়শী । ( পাংশু-মুখে ) না কিছু না । এইবারে ত আপনার চণ্ডীগড় ছেড়ে বাড়ি যাওয়া উচিত ? অার ত এখানে আপনার কাজ নেই।
জীবানন্দ । ( অন্তমনস্কতায় ) কাজ নেই ?
ষোড়শী । কই আমি ত আর দেখতে পাইনে। এ গ্রাম আপনার, একে নিষ্পাপ করবার জন্যই আপনি এসেছিলেন । আমার মত অসতীকে নিৰ্ব্বাসিত করাঙ্ক পরে আর এখানে আপনার কি আবখ্যক আছে আমি ত দেখতে পাইনে ।
জীবানন্দ । ( চোখ মেলিয়া চাহিয়া রহিয়া) কিন্তু তুমি ত অসতী নও।
[ গাড়োয়ানের প্রবেশ ] গাড়োয়ান । মা, আর কি বেশী দেরি হবে ? ষোড়শী । না বাবা, আর বেশী দেরি হবে না ।
[ গাড়োয়ান প্রস্থান করিল ]
চণ্ডীগড় থেকে আপনাকে কিন্তু যেতেই হবে তা বলে দিচ্চি ।
জীবানন্দ । কোথায় যাব বল ?
ষোড়শী । লেন, আপনার বীজগায়ে ।
জীবানন্দ । বেশ, তাই যাব।
ষোড়শী। কিন্তু কালকেই যেতে হবে ।
জীবানন্দ (মুখ তুলিয়া ) কালই ? কিন্তু কাজ আছে যে ৷ মাঠের জলনিকাশের একটা সঁাকো করা দরকার। এদের জমিগুলো সব ফিরিয়ে দিতে হযে, সে ত তোমারই হুকুম । তা ছাড়া মন্দিরের একটা ভালো বিলি-ব্যবস্থা হওয়া চাই,-অতিথিঅভ্যাগত যারা আসে তাদের ওপর না অত্যাচার হয়—এসব না করেই কি ভূমি চলে যেতে বলচ ?
ե-Տ
পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/৯২
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
