পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సివి তারকের মুনিপুন সেবায় যত্বে ও মুন্দর ব্যবহারে সবিতার পরিশ্রাভ মন অনেকখানি স্নিগ্ধ হইয়াছিল। উচ্ছ্বসিত বাৎসল্যরসে অভিষিক্ত অন্তর লইয়া সৰিত তারকের প্রতি ব্যবহার, প্রতি কৰ্ম্ম, প্রতি কথাবার্তার মধ্যে আশ্চৰ্য্য বৈশিষ্ট্য লক্ষ্য করিয়া মুগ্ধ হইতেছিলেন। তারকও সবিতাকে নিজের মায়ের মতই শুধু নয়, দেবতাকে ভক্ত যেমন নিরঙ্কুশ ক্রটিহীনতায় সেবা করে তেমনই ভাবে সেবা-ষত্ব সমাদরের বিন্দুমাত্র অবহেলা করে নাই। কথাপ্রসঙ্গে সবিতা একদিন তারককে প্রশ্ন করিলেন, তারক, তুমি আমাকে ষে হরিণপুরে নিয়ে এলে বাবা, রাজুকে কি জানাওনি ? একটু কুষ্ঠিতভাবে তারক উত্তর দিল, না মা। বিস্মিত হইয়া সবিতা বলিলেন, কিন্তু তাকেই তো তোমার সবার আগে জানানো উচিত ছিল তারক ! তারক কহিল, কেন জানাইনি সে-কথা আপনাকে একদিন বলবো মা । সবিতা অতিমাত্রায় বিস্থিত হইয়া বলিলেন, দুই বন্ধুর ভিতরে তোমাদের এমন ব্যাপার এরই মধ্যে ঘটে গেল যা মাকেও জানাতে কুষ্ঠিত হতে হচ্চে বাবা । নতমুখে তারক কহিল, রাখাল হয়তো সে অভিৰোগ আপনাকে জানিয়েচে, কিংবা না জানিয়ে থাকলে শীঘ্রই একদিন জানাবেই । সেজন্য আমিও আপনাকে সমস্ত বলবো ঠিক করেচি মা । তারকের মুখের দিকে ক্ষণকাল তীক্ষ-দৃষ্টিতে চাহিয়া থাকিয়া সৰিত বলিলেন, রাজুর ভূমি ঘনিষ্ঠ বন্ধু গুনেচি। আমি জানতাম তাকে তুমি চেনে। এখন বুঝতে পারচি, তুমি আমার রাজুকে চেননি বাবা । তারক চঞ্চল হইয়া বলিল, কেন মা ? সবিতা বলিলেন, ষত বড় অন্তয়েই যে-কেউ তার উপর করুক না, রাজু জুনিয়ার কারে কাছে কারো নামে কখনো অভিযোগ করেনি, করবেও না। অভিযোগ করার শিক্ষা জীবনে সে পায়নি তারক, সন্থ করার শিক্ষাই পেয়েচে । তারক আরো কুষ্ঠিত হইয়া পড়িল, বলিল, আমাকে মাপ করুন মা, আমার বলবার দোষে ভুল বুঝবেন না। বলতে চেয়েছিলাম, রাধালের কাছে আপনি আমার সম্বন্ধে ষে ঘটনা শুনেচেন, কিংবা শুনবেন, সেটা বান্ধতঃ সত্য হলেও সমস্ত সত্য নয় । · እዋቕ