পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রমণ দৗছ। এই গোবিন্দ গাজুলী—এ ব্যাটার পাপের কথা মুখে আনলে প্রায়শ্চিত্ত করতে হয়। জাল করতে, মিথ্যে সাক্ষী দিতে, মিথ্যে মকদম সাজাতে ওর জুড়ি নেই—সবাই ওকে ভয় করে। বেণীবাবু হাত-ধরা–কাজেই কেউ একটা কথা কইতে সাহস করে না। ও-ই পাঁচজনের জাত মেরে বেড়াচ্চে । ভজুয়া। সব দেশে এমনি আছে ভটচার্য, তামার গায়ে ভি বহুত গুলমাল। আরে জিলা ত—মগর, হমার বাবুজীসে কোই সক্বে নহি । নীয়। না বাবা, কেউ পারবে না তা আমিও বলে দিচ্ছি। খেদি, একটু পা চালিয়ে চল না। তুই ষে— ভজুয়া । হমার বাবু কি মানুষ আছে, দেওতা আছে। দীমু । ই বাবা, রমেশ আমার দেবতাই বটে। পটলা, আবার স্থা কোরে দাড়ায় । তা ভজুয়াবাৰু কোথায় যাচ্চ ? ভজুয়া । আচায্যি-ঠাকুরকে বাড়ি । নীয়। তা যাও যাও, একটু তরস্ত যাও । আমরাও আসি বাবা। [ সকলের প্রস্থান ] घ्रलूं श्]ि মধু পালের মুদির দোকান। কেনা-বেচা চলিতেছে ] প্রথম খরিদার । এক পয়সার তেল দিতে কি বেলা কটিয়ে দেবে নাকি ? মধু। এই যে দিই। ২য় খরিদার। এক পয়সার হলুদ দিতে কি বুড়ো হয়ে যাবে পালদা ? মধু। এই যে রে ভাই দিচ্ছি। একলা মানুষ— ৩য় খরিদার। দু’পয়সার মূণ্ডর ডালের জন্যে দেখচি এবেলা আর রান্না চড়ানো হবে না ! মধু হবে গো খুড়ো হবে, এই নাও না। [ রমেশের প্রবেশ ] মধু। (গলা বাড়াইয়া দেখিয়া ) অ্যা! এ যে আমাদের ছোটবাবু। প্রাতপেয়াম হই । (এই বলিয়া সে একটা মোড়-হাতে বাহির হইয়া আসিল ) অামার সাত-পুরুষের ভাগ্যি ষে দোকানে আপনার পায়ের ধূলো পড়লো। বস্থান । ፪ » »