পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ রমেশ । শ্রান্ধের দরুণ দশটা টাকা বাকী পড়ে আছে, তুমিও যাও না, আমারও পাঠানো হয় না। আজ ভাবলাম নিজেই গিয়ে দিয়ে আসি । এই নাও । মধু। ( হাত পাতিয়া গ্রহণ করিয়া ) এ ত আমাদের বাপ-দাদারাও কখনো শোনেনি বাবু, মানুষের বাড়ি বয়ে এসে টাকা দিয়ে যায় ! রমেশ । ( মোড়ায় উপবেশন করিয়া) দোকান কেমন চলচে মধু ? মধু। কেমন করে আর ভাল চলবে বাৰু? দু'আনা চার আন এক টাকা পাচ দিকে করে প্রায় ষাট-সত্ত্বর টাকা বিলেত পড়ে গেছে। এই ও-বেলায় দিয়ে যাচ্চি বলে আর ছ’মাসেও আদায় হবার জো নেই—এ কি, বাড়ুৰ্য্যেমশাই যে ! কবে এলেন ? প্রাতঃপেল্লাম হই । [ বাড়,য্যেমশায়ের বা হাতে একটা গাড়, পায়ের নখে, গোড়ালিতে কাদার দাগ, কানে পৈতা জড়ানে, ডান হাতে কচুপাতায় মোড়া চারটি কুচে চিংড়ী ] বাড়ধ্যে। (কাল রাত্তিরে এলাম) তামাক খ দিকি মধু। [এই বলিয়া গাড়, রাখিয়া হাতের কুচো চিংড়ী মেলিয়া ধরিলেন ] বাড়,য্যে। সৈক্লবী জেলেনীর আঙ্কেল দেখলি মধু খপ করে হাতটা আমার ধরে ফেললে হে, কালে কালে কি হ’ল বল দিকি রে, এই কি এক পয়সার চিংড়ী ? বামুনকে ঠকিয়ে ক’কাল খাবি মাগী, উচ্ছন্ন যেতে হবে না ? মধু। হাত ধরে ফেললে আপনার ? 疑 বাড়,য্যে । আড়াইটি পয়সা শুধু বাকী, তাই বলে খামোক হাটমৃদ্ধ লোকের সামনে হাত ধরবে আমার ! কে না দেখলে বল! মাঠ থেকে বসে এসে গাড় টি মেজে ; নদীতে হাত-পা ধুয়ে মনে করলাম হাটটা একবার ঘুরে যাই । মাগী এক চুবড়ি মাছ নিয়ে বসে,—স্বচ্ছন্দে বললে কিনা কিছু নেই ঠাকুর, যা ছিল সব উঠে গেছে। জারে, আমার চোখে ধূলো দিতে পারিস ? ডালাটা ফস কোরে তুলে ফেলতেই দেখি না,—অমনি খপ কোরে হাতটা চেপে ধরে ফেললে ! তোর সাবেক আড়াইট আর আজকের একটা—এই সাড়ে তিনটে পয়সা নিয়ে আমি কি গা ছেড়ে পালাব ? কি বলিস মধু ? यधू । उॉe कि श्य । বাড়,য্যে। তবে তাই বল না। গায়ে কি শাসন আছে? নইলে ধষ্ঠে জেলের ধোপা-নাপতে বন্ধ কোরে চাল কেটে তুলে দেওয়া যায় না ? ( হঠাৎ রমেশের প্রতি চাহিয়া) বাবুট কে মধু ? মধু। আমাদের ছোটবাৰু যে ! প্রান্ধের দরুণ দশটি টাকা বাকী ছিল বলে বাড়ি বরে দিতে এসেচেন । * a為象