পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক ७थर्थभ सूची [ তারকেশ্বরের গ্রাম্য পথ। প্রভাতবেলায় এইমাত্র সূর্য্যোদয় হইয়াছে রমা নিকটস্থ কোন একটা পুষ্করিণী হইতে স্নান সারিয়া আর্দ্র-বস্ত্রে গৃহে ফিরিতেছিল, রমেশের সহিত তাহার একেবারে মুখোমুখি দেখা হইয়া গেল। একবার সে মাথায় আঁচল টানিয়া দিবার চেষ্টা করিল, কিন্তু ভিজা কাপড় টানা গেল না । তখন সে তাড়াতাড়ি হাতের জলপূৰ্ণ ঘটিটি নামাইয়া রাখিয়া সিক্ত বসনতলে দুই বাহু বুকের উপর জড়ো করিয়া হেঁট হইয়া দাড়াইল । ] রম । আপনি এখানে যে ? রমেশ । ( এক পাশে সরিয়া দাড়াইয়া ) আপনি কি আমাকে চেনেন ? রমা । চিনি। আপনি কখন তারকেশ্বরে এলেন ? রমেশ । এইমাত্র গাড়ি থেকে নেমেচি । আমার মামার বাড়ির মেয়েদের আসবার কথা ছিল, কিন্তু তারা কেউ আসেননি । রমা । এখানে কোথায় আছেন ? রমেশ । কোথাও না। পূৰ্ব্বে কখনো আসিনি, আজকের দিনটা কোনমতে কোথাও কাটাতে হবে । যা হোক একটা আশ্রয় খুজে নেবো । রমা। সঙ্গে ভজুয়া আছে ত ? রমেশ । না, একাই এসেচি । রম। বেশ যা হোক। (এই বলিয়া রমা হাসিয়া হঠাৎ মুখ তুলিতেই আবার দু’জনের চোখাচোথি হইল। সে মুখ নীচু করিয়া মনে মনে একটু দ্বিধা করিয়া শেষে বলিল ) তবে আমার সঙ্গেই আমুন। (এই বলিয়া ঘটিটা তুলিয়া লইয়া অগ্রসর হইতে উদ্যত হইল। ) রমেশ । আমি যেতে পারি, কারণ, এতে দোষ থাকলে আপনি কখনই ডাকতেন না। আপনাকে যে আমি চিনি না তাও নয়। কিন্তু কিছুতেই স্মরণ করতে পারচিনে । মনে হচ্ছে যেন কখনো স্বপ্নে দেখে থাকব । আপনার পরিচয় দিন । রমা। আসুন । পথে যেতে যেতে আমার পরিচয় দেব । স্বপ্ন কবেকার দেখা মনে পড়ে ? ३छे२