পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৩৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ কোন দারুণ দুঞ্জিনের দিনে অকস্মাৎ কোথাও হইতে আসিয়া তাহাকে রক্ষা করিবে । এমনি সম্ভব ও অসম্ভব কতরকম উত্তর প্রত্যুত্তর, বাদ-প্রতিবাদ তাহার অপমানপীড়িত মস্তিষ্কের ভিতর অধিকতর আলোডন স্মৃষ্টি করিতে লাগিল । ফলে কিন্তু সে তেমনি বসিয়া রছিল, এবং তেমনি কাদিতে লাগিল। কিন্তু কিছুতেই তাহার এই আগাগোড়া বিশৃঙ্খল সঙ্কল্পের তালিকা সম্পূর্ণ হইয়া উঠিল না। ’ شي তাহার পর দুষ্ট দিন দুই রাত্রি গত হইয়াছে, অমরনাথ ঘরে শুইতে আসে নাই। মা জানিতে পারিয়া বধূকে ঢাকিয়া ঈষৎ ভৎসনা করিলেন, পুত্রকে ডাকিয়া বুঝাইয়া বললেন ; দিদিশাশুডি এইস্থত্রে একটু রঙ্গ করিয়া লইলেন। এমনি সাতেপাচে ব্যাপারটা লঘু হইয়া গেল । রাত্রে অপর্ণ স্বামীর নিকট ক্ষমা ভিক্ষা চাহিল, বলিল, যদি মনে কষ্ট দিয়ে থাকি ত আমাকে ক্ষমা কর । অমরনাথ কথা কহিতে পারিল না । শয্যার এক প্রাস্তে বসিয়া বিছানার চাদর বার বার টানিয়া পরিষ্কার করিতে লাগিল। সম্মুখেই অপর্ণ দাড়াইয়া, মুখে তাহার স্নান হাসি ; সে আবার কছিল, ক্ষমা করবে না ? 發 অমরনাথ মুখ নীচু করিয়াই বলিল, ক্ষমা কিসের জন্ত ? ক্ষমা করবার অধিকারই বা আমার কি ? অপর্ণ স্বামীর দুই হাত আপনার হাতের ভিতর লইয়া বলিল, ও-কথা বলে। না। তুমি স্বামী, তুমি রাগ করে থাকলে কি আমার চলে ? তুমি ক্ষমা না করলে আমি #াড়াব কোথায় ? কেন রাগ করেচ, বল । অমরনাথ আদ্র হইয়া কহিল, রাগ ত করি নাই। কর নাই ত ? না। অপর্ণ কলহ ভালবাসিত না ; বিশ্বাস না করিয়াও বিশ্বাস করিল। কছিল, তাই ভাল । তাহার পর নিতাস্ত নির্ভাবনায় বিছানার একপ্রাস্তে শুইয়া পড়িল । অমরনাথ কিন্তু ভারি আশ্চৰ্য্য হইয়া গেল। অন্যদিকে মুখ ফিরাইয়া কেবলই BBB BB BBBSBBB BBBB BSBBBS BBSBBS BBD DB BBB BBB B করিয়া ! সে যে ছুদিন আসে নাই, দেখা করে নাই, তথাপি সে রাগ করে নাই —এটা কি বিশ্বাস করবার কথা ? এত কাও এত শীঘ্র মিটিয়া সৰ বৃথা হইয়া

      • يع"