পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৩৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মন্দির প্রথম প্রকাশ : ১৩০৯ সালে ‘কুন্তলীন’ পুরস্কার-প্রাপ্ত রচনা। রচনাটি তখন সম্পর্কিত মাতুল yম্বরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের নামে প্রকাশিত হয়। পুস্তকাকারে প্রথম প্রকাশ : কাশীনাথ’ গ্রন্থের অস্তভূক্ত হইয়া পুস্তকাকারে ইহার প্রথম প্রকাশ হয় ১৩২৪ সালের ভাদ্র মাসে ( ১লা সেপ্টেম্বর, 軒 ! (ר ל כל অপ্রকাশিত রচনাৱলী মুসলিম সাহিত্য-সমাজ ঃ মুসলিম সাহিত্য-সমাজের দশম বাধিক অধিবেশনে প্রদত্ত অভিভাষণ ( ঢাকা, ১৫ই শ্রাবণ, ১৩৪৩ ) ( ১৩৪৩ সালের ভাদ্র সংখ্যা ‘বিচিত্রা’য় প্রথম প্রকাশিত ৷ ‘শরৎচন্দ্রের পুস্তকাকারে অপ্রকাশিত রচনাবলী’র অন্তভূক্ত হইয়া ইহার প্রথম প্রকাশ হয় শ্রাবণ, ১৩৫৮ সালে । মুসলমান-সাহিত্য ঃ ঢাকায় শাস্তি’ পত্রিকার পক্ষ হইতে অনুষ্ঠিত সম্মিলনে ১৯৩৬ সালের ৩১শে জুলাই প্রদত্ত বক্ততা । ১৩৪৩ সালের ১৯শে ভাদ্র সংখ্যার 'বাতায়ন’-এ প্রকাশিত হয়। শরৎচন্দ্রের পুস্তকাকারে । অপ্রকাশিত রচনাবলীর অস্তভূক্ত হইয়া ইহার প্রথম প্রকাশ হয় 4 শ্রাবণ, ১৩৫৮ সালে । কানকাটা : যমুনা মাসিক পত্রিকার আষাঢ় ১৩২০ সংখ্যায় প্রথম প্রকাশিত। শরৎচন্দ্রের পুস্তকাকারে অপ্রকাশিত রচনাবলী’র অন্তভূক্ত হইয়ুa ইহার প্রথম প্রকাশ হয় শ্রাবণ, ১৩৫৮ সালে । ইহা শ্ৰীমঙঅনিলা দেবী এই ছদ্মনামের রচনা বলিয়া প্রকাশিত হয় । চন্দননগরে আলাপ-সভায় ; এই আলাপ-সভার অমুলিখিত বিবরণ সর্বপ্রথম ১৩৩৭ সালের কাৰ্ত্তিক সংখ্যা ‘প্রবর্তকে’ প্রকাশিত হয় । ‘শরৎচন্দ্রের পুস্তকাকারে অপ্রকাশিত রচনাবলী'র অস্তভুক্তি হইয়া ইহার প্রথম প্রকাশ হয় শ্রাবণ, ১৩৫৮ সালে । "రిష్టి తి