পাতা:শিখ-ইতিহাস.djvu/২৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিখ-ইতিহাস عدد কন্যা নিঃসস্তান ছিলেন । রণজিৎ সিং নিজেও স্বচতুর ও সতর্ক ছিলেন। ১৮০৭ খ্ৰীষ্টাব্দে বুঝা গেল, মেতাব কোঁড়ের সন্তানসম্ভাবনা । সকলেই বিশ্বাস করিয়াছিল, তাহার গর্ভে একটি কন্যা সন্তান জন্ম গ্রহণ করিয়াছে; কিন্তু রণজিৎ সিংহ যুদ্ধক্ষেত্র হইতে প্রত্যাগত হইলে, সস্তান হইয়াছে বলিয়া, তাহাকে দুইটি শিশুপুত্র সস্তান প্রদত্ত হইল। তখন মহারাজার মনে সন্দেহ জন্মিল। শের সিং একজন সুত্রধরের পুত্র, এবং তারা সিং তন্তুবায়ের সন্তান ছিলেন, এইরূপ সংবাদে তিনি সচরাচর বিশ্বাস স্থাপন করিতেন ! তথাপি তাহারা বিখ্যাত মাতামহীর যত্বে লালিত পালিত হইতে লাগিল ;—মনে হইল, সত্য সত্যই তাহারা যেন রণজিৎ সিংহের বংশে জন্মগ্রহণ করিয়াছে। কিন্তু সুদাকোঁড় দেখিলেন, ঐ বালকদ্বয়ের নামে তিনি কোনই ক্ষমতা পাইতে পারেন না। তখন হতাশ্বাস হইয়া সেই রমণী, ১৮১০ খ্ৰীষ্টাব্দে, ইংরাজ কর্তৃপক্ষগণের নিকট আবেদন করিলেন। জামাতা তাহার স্বত্ব বলপূর্বক হরণ করিয়াছেন, বলিয়া প্রকাগুভাবে রণজিৎ সিংহকে নিন্দাহ ও শাস্তিযোগ্য বলিয়া নির্দেশ করিলেন । নবমিলিত মিত্ররাজগণের সাহায্যে রণজিৎ সিং ইংরাজদিগের সহিত যুদ্ধ করিতে কৃতসংকল্প, তাহাও তিনি জ্ঞাপন করিতে কুষ্ঠিত হইলেন না। তাহার এই আবেদনে ইংরাজদিগের দৃষ্টি আকৃষ্ট হইল ; কিন্তু তিনি বিদ্রোহের কোন আয়াজন করিতে সমর্থ হইলেন না । স্বতরাং তাঁহাকে পূর্ব অবস্থায় ও স্ব-পদেই সন্তুষ্ট থাকিতে হইল। ১৮২০ খ্ৰীষ্টাব্দে রণজিৎ সিং, শের সিংহকে প্রকৃত প্রস্তাবে পুত্ররূপে গ্রহণ করিলেন : র্তাহার স্পষ্ট উদেশ্ব রহিল, পরিণামে তদ্বারাই শ্বশ্রীর আধিপত্য লোপ করিবেন। ঐ রমণী কাণিয়া রাজ্যের অদ্ধাংশ, এই যুবার ভরণপোষণের জন্য নির্দেশ করিতে অঙ্কুরুদ্ধ হইলেন। কিন্তু শেষে তাহাতে অস্বীকৃত হওয়ায়, তিনি আক্রান্ত ও কারারুদ্ধ হইলেন,—র্তাহার সমস্ত সম্পত্তি রণজিৎ সিংহের রাজ্যের অস্তভুক্ত হইল। যাহা হউক, ইংরাজদিগের মধ্যস্থতায় শতদ্রুর দক্ষিণ, ওহানি নামক ক্ষুদ্র সম্পত্তি র্তাহাকে পুন:-প্রত্যপিত হইয়াছিল,—তাহ পূর্বেই বর্ণিত হইয়াছে।** রণজিৎ সিং, বাল্যাবস্থায় “নাকিয়া” সম্প্রদায়ের অধিপতি, খুজান সিংহের কন্যারও পাণিগ্রহণ করেন। ১৮০২ খ্ৰীষ্টাব্দে তাহার গর্তে রণজিৎ সিংহের এক পুত্র জন্মে,—সেই পুত্রের নাম খড়গ সিং এবং তিনিই উত্তরাধিকারীস্বরূপ প্রতিপালিত হন। ১৮১২ খ্ৰীষ্টাবে একজন কাণিয়া সেনাপতির কন্যার সহিত এই যুবরাজের বিবাহ হয় ; মহা সমারোহে ও আমোদ-প্রমোদে এই বিবাহ কার্য সম্পন্ন হইয়াছিল। যুবরাজের ভরণ-পোষণের নিমিত্ত যে সম্পত্তি প্রদত্ত হইয়াছিল, তাহার শাসন-প্রণালীতে বিশৃঙ্খলা ঘটায়, ১৮১৬ খ্ৰীঃাবে, মহারাজা, মাতার ক্ষমতা কতক পরিমাণে সীমাবদ্ধ করেন ; এবং যুদ্ধ-বিগ্রহ ও পরিশ্রম -ــــــــــــــــــــــــــــــــهــــــــــــــــ ea Compare Murray's ‘Runjeet Singh'. pp. 46-51, 63, 127, 128, 134, 135. See also Sir. D. Ochterloney to Government, 1st and 10th Dec. 1816, and this. volume,