পাতা:শিখ-ইতিহাস.djvu/৪৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8 পরিশিষ্ট । মন অপবিত্র হইলে, প্রতিমা পূজা করা, তীর্থ স্থান বোধে ধর্ম-মন্দিরে উপাসনা করা এবং মরুভূমে পড়িয়া থাকা - সকলই বৃথা । তাহাতে ঈশ্বর তোমাকে গ্রহণ করিবেন না; তুমি মুক্তিলাভের অধিকারী নও। যদি পরিত্রাণ পাইতে চাও, যদি ঈশ্বরে বিলীন হইতে ইচ্ছা কর, এক মাত্র সত্যের ( ঈশ্বরের ) উপাসনা কর । নানক,—“আদিগ্রন্থ", ‘ভোগ’ ; নানক বলিয়াছেন, তিনি একজন ব্রাহ্মণের বাক্য এস্থলে উদ্ধৃত করিয়াছেন । মানুষ পশুর সমান ; সে কখনই ঈশ্বরের ভূত, ভবিষ্যত, বর্তমানের ক্ষমতা অনুভব করিতে পারে না । ঈশ্বরের উপাসনা অবশ্য কর্তব্য ; তাহার উপাসনা দ্বারাই মুক্তি লাভ হয়। জগদীশ্বরের চরণে আত্মসমর্পণ কর, চৈতন্য-হীন প্রস্তরে কখনই ঈশ্বর নাই। গোবিন্দ,—‘‘বিচিত্র নাটক ।” ৫। অলৌকিকত্ব । ঈশ্বর-জ্ঞান শূন্ত হইয়া, ‘সিদ্ধি’ বা আকৃতি পরিবর্তনের ক্ষমতা প্রাপ্ত হওয়া, ‘ঋদ্ধি' বা অক্ষয় ধন-সম্পদের দাতৃত্ব ক্ষমতা লাভ করা, আমার অভিপ্রেত নহে। সে সকলই বৃথা । নানক,—“আদিগ্রন্থ", "ীরাগ’ । তুমি অগ্নিমধ্যে অক্ষত দেহে বাস কর। চির তুষারাচ্ছন্ন স্থানে অক্ষত শরীরে কালযাপন কর; প্রস্তরখও তোমার খাদ্য হউক ; পদ-সঞ্চালনে বৃহৎ মৃত্তিক-ভূপ দূরে নিক্ষেপ কর ; তুমি তুলাদওে স্বৰ্গ পরিমাপ কর। তার পর জিজ্ঞাসা করিও, নানক কি কোন অস্বাভাবিক কার্য সম্পন্ন করিতে পারে? নানক,—জনৈক অলৌকিক-শক্তিসম্পন্ন ব্যক্তির প্রতি ; “ज्रोस्थिइ', अोस्रो छङ्ग । ৬ । পুনর্জন্ম বা দেহান্তর গ্রহণ অক্ষস্থিত বৃত্তের ন্যায় জীবনগতিও নিয়ত পরিবর্তনশীল ; হে নানক । জন্ম মৃত্যুর সংখ্যা নাই । v. নানক, —“আদিগ্রন্থ", "আশারাগ’ ।