পাতা:শিখ-ইতিহাস.djvu/৫১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՊԵ- পরিশিষ্ট - ওয়াল, দেওয়ান দীননাথ, ফকীর কুর উদ্দীন, সর্দার রঞ্জোর সিং মজিথিয়া, ভাই নিধান সিং, সর্দার উত্তর সিং কালীওয়াল, সর্দার শমসের সিং সিদ্ধানওয়ালা। গবর্ণরের আদেশ এবং ক্ষমতাপ্রাপ্ত ব্রিটিশ রেসিডেন্টের সম্মতি ব্যতীত সদস্তগণের কোনই পরিবতন হইতে পারিবে না। ৬ষ্ঠ সর্ত। রাজকীয় সদস্ত-সভার দ্বারা দেশের শাসনকার্য নির্বাহিত হইবে ; কিন্তু বৃটিশ রেসিডেন্টের অভিপ্রায় মত র্তাহাদিগকে কার্য করিতে হইবে । সকল বিভাগের সকল কার্যেই বৃটিশ রেসিডেন্টের সম্পূর্ণ ক্ষমতা ও আধিপত্য বিদ্যমান থাকিবে । ৭ম সর্ত । দেশের শাস্তি রক্ষার জন্য এবং মহারাজের শরীর রক্ষা কল্পে গবর্ণর জেনারেল যেরূপ উপযুক্ত বিবেচনা করিবেন, তদনুরূপ বৃটিশ সৈন্য লাহোরে অবস্থিতি করিবে, সৈন্যদলের সংখ্যা, অবস্থান এবং শক্তি-সামর্থ্য সম্বন্ধে গবর্ণর জেনারেলই স্থির করিবেন। ৮ম সর্ত। দেশের শাস্তি রক্ষার জন্য এবং রাজধানী নিরাপদ বিধান কল্পে, গবর্ণর জেনারেল ইচ্ছানুসারে লাহোর রাজ্যের অন্তর্গত যে কোন দুর্গ বা সেনা-নিবাস বৃটিশ সৈন্য দ্বারা অধিকার করিয়া লইতে পরিবেন। ১ম সর্ত। এই সকল সৈন্য রক্ষার জন্য বৃটিশ গবৰ্গমেন্টের যে ব্যয় হইবে, তাহ নির্বাহকল্পে, লাহোর-ষ্টেট প্রতি বৎসর বৃটিশ গবর্ণমেণ্টকে পূর্ণ ওজনের ২২লক্ষ মুতন ‘নানকসাহী’ টাকা প্রদান করিবেন। দুই কিস্তিতে, অর্থাৎ ১৩ লক্ষ ২০ হাজার টাকা প্রতিবৎসর মে ও জুন মাসের মধ্যে, এবং লক্ষ ৮০ হাজার টাকা নবেম্বর ও ডিসেম্বর মাসে প্রত্যেক বৎসর দিতে হইবে । ১• সর্ত। মহারাজ দলীপ সিংহের জননী, হার হাইনস মহারাণীর নিজের এবং র্তাহার অধীনস্থগণের ভরণ-পোষণের জন্য, প্রতিবৎসর তাঁহাকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিতে হইবে ; সেই টাকা মহারাজ যথেচ্ছাক্রমে ব্যয় করিতে পারবেন। ১১শ সর্ত। এই সন্ধির সর্ত সমূহ মহারাজ দলীপ সিংহের অপ্রাপ্ত ব্যবহারকাল পর্যন্ত অক্ষুণ্ণ থাকিবে । মহারাজের ষোল বৎসর বয়স পূর্ণ হইলে, ১৮৫৪ খ্ৰীষ্টাব্দের ৪ঠা সেপ্টেম্বর হইতে, এ সকল সূর্ত রহিত হইবে । মহারাজের গবর্ণমেণ্টের রক্ষার জন্য বৃটিশ গবর্ণমেণ্টের সহায়তার যখন আর আবগুক হইবে না, গবর্ণর জেনারেল এবং লাহোর দরবাৰু যখন তাহা বুঝিতে পারিবেন. সেই সময় গবর্ণর জেনারেল ইচ্ছা করিলে, মহারাজের সাবালক অবস্থা প্রাপ্তির পূর্বেই, এই সন্ধির ব্যবস্থা রহিত করিতে পারবেন। ১৮৪৬ খ্ৰীষ্টাব্দের ১৬ই ডিসেম্বর উল্লিখিত কর্মচারিগণ এবং সর্দার ও সামন্তগণ উপস্থিত থাকিয়া এগারটা সর্তযুক্ত এই সন্ধিপত্র লাহোর সহরে নিম্পন্ন করিলেন ।