পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( * g ) গায়ের নিকটে মাঠে আছি কিছু কাল । গাভী তোর দুধ দেয়, তণ্ডুল রাখাল ॥ ধবলী কপিলা তোর অতি চমৎকার । নিত্য ঢালে ক্ষীর ধারা মস্তকে আমার ॥ ক্ষুদ্র ক্ষুদ্র রাখাল বালক গুলি জুটে । অতি কষ্টে পূজা করে মাঠে ধান খুটে । পূজার ব্যবস্থা তুমি করহ আমার । তোম। হতে হবে যত পাতকী উদ্ধার ॥ ভীত চিত মুকুন্দ বলিল মৃদুবাণী । হীন জাতি আমি হে ! পুজার কিবা জানি ? প্রাণপণে করি যদি দ্রব্য আয়োজন । বল প্ৰভু কোথ। পাবো পূজক ব্রাহ্মণ গোরস মিসালে পচা জল দিলে খায় । বাড়ীতে চরণ ধুলে কিন্তু জাতি যায় ॥ নাবুঝে এসেছে প্ৰভু অধমের ঘরে । না জানি তোমারে কালি ফেলে কোন ফেরে । কিজানি ব্রাহ্মণগণ যদি ছল ধরে । পূজা বন্ধ হবে তুমি হবে এক ঘরে ; আশ্বিনে শূদ্রের গৃহে এলে ভগবতী । প্রতিমা দেখিয়া বিপ্র করে না প্ৰণতি শালগ্রাম-শীলা যদি শূদ্র গৃহে আনে । শুদ্ধ করি লয় তারে পঞ্চ-গব্য স্নানে ,