পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হৃদয় মন্দিরে তানি, বলিছে মধুর বাণী ভক্তিভাবে মুদিয়া নয়ন ॥ সব জান অন্তর্যামী, কু-সঙ্গে পতিত স্বামী পাপ মুখে বলি বা কেমনে । কিন্তু না বলিলে নয়, দয়া কর দয়াময়, তাকিঞ্চন অবোধ অজ্ঞানে ॥ ত্যাসিয়াছি তার হয়ে, থাকিবে। সকল সয়ে, শাস্তি দেও যদি থাকে কোপ । রোগের যাতন। র্তার দেখিতে পারিন তার, শ্বশুরের হয় বংশ লোপ | ইত্যাদি অনেক মত, কাদে সতী অবিরত, ক্রমে হলো গভীর। রজনী । গাঢ় চিস্তা অনশনে, মোহ নিদ্রা ক্ষণে ক্ষণে, স্বপ্নে সতী শুনে ঘের ধ্বনি ॥ লভয়ে ফিরিয়া চায়, নিকটে দেখিতে পায়, ভীমকায় ভৈরব ভীষণ । কট মট চক্ষে চায়, ধোরে যেন খেতে যায়, কড় মড় দীঘল-দশন ॥ চারিদিকে বিভীষিকা, সৰ্পমুখ পিপীলিকা, বীকে বাকে উড়ে গায়ে পড়ে । উল্কামুখী পালে পালে, বদনে অনল জ্বলে, গাত্ৰ-মাংস খেতে এসে ছিড়ে ॥