পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( १s ) মাগী বলে; ঠাকুর মালায় জল খাই । পায়ে হাত দিয়। বলি, চালে খড় নাই ? শিশু ছেলে খায় নাই হলো এত বেলা । গোহালে বাছুর বাধা মাঠে গাই মেলা ॥ কিছুই সস্বল নাই কেব। দিবে ধার । নিতি নিতি ভিক্ষা মাগা ভরসা আমার ॥ এক দণ্ড ক্ষমা কর যাই মাঠ পারে । দাতে কুটা করি দাড়াইবো দ্বারে দ্বারে ॥ এরূপে:বিদায় নিয়ে চলে চক্ষু মুদে । উদরেতে অন্ন নাই মাথা পোড়ে রোদে । মধ্য মাঠে উপনীত মধ্যাহ্র সময় । ধুধুকার চারি দিক যেন অগ্নিময় ॥ মানবের সাড়া নাই দারুণ প্রান্তরে । নীরব বিহগকুল তরূর কোটরে ॥ নিকটে বিটপি-বট শাখা শুবিস্তার । তার তলে দেখে মাগী আশ্চৰ্য্য ব্যাপার । তেজোময় শ্বেতমূৰ্ত্তি যজ্ঞসূত্র গলে । মধ্যাহ্ল মাৰ্ত্তও যেন উদয় ভূতলে । রূপার গেলাস হাতে লয়ে বিপ্রবর । ডাকিয়া বলেন আমি পিয়াসে কাতর ॥ দয়া করি তুমি বাছা ! কর প্রাণ রক্ষণ । ঘুরিলাম সারা দিন না মিলিল ভিক্ষা ।