পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/১৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

坑 শিশু-ভান্নভী র্তাহার লিখিত একখানা ব্যাকরণে তিনি অনেক প্রাচীন ইংরেজ কবির কবিতা উদ্ধত করিয়াছিলেন, তাহার মধ্যে কবি Spenserএর অনেক কবিতা ছিল। এই শিক্ষকের জন মিল্টন শিক্ষা গুণে এবং পারিবারিক আবেষ্টনীর মধ্য দিয়াই তাহার কাব্য প্রতিভার বিকাশ লাভ হইয়াছিল। সেণ্টপল স্কুলের প্রতিষ্ঠাতা মিঃ কলেট ( Colet ) অন্যান্ত পাঠ্য বইয়ের সহিত পূৰ্ব্বতন খৃষ্টীয় লেখকগণের রচনা ও পাঠ্যতালিকাভুক্ত করিয়াছিলেন। স্কুলে পড়া আরম্ভ করিবার পূৰ্ব্বে টমাস ইয়ং (Thomas Young ) নামে স্কটল্যাণ্ডের অধিবাসী এক ভদ্রলোক মিলটনের গৃহ-শিক্ষক ছিলেন। এইভালে ছেলেবেলা হইতেই গুহে ও বিদ্যালয়ে তাহার জীবন একটা সংস্কৃতির মধ্য দিয়া অগ্রসর হইতেছিল। মিলটন স্থেলেবেলা হইতেই পড়াশুনা করিতে খুব ভালবাসিতেন, এমনকি তাহার বয়স যখন মাত্র বারো সে সময়েও তাহাকে গভীর রাত্রি পর্য্যস্ত পড়াশুনা করিতে দেখা যাইত। ১৬২৫ খৃষ্টাব্দে মিলটন সেন্টপল স্কুল ছাডিয়া কেন্থি জে ক্রাষ্টষ্ট কলেজে ( ChristCollege ) অধ্যয়ন করিতে চলিয়া যান । স্কুলে পড়িবাব সময় মিলটন ইংরেজীতে ও লাটিনে অনেক কবিতা লেখেন। তাহার *It's Death of a l'air Infant— “একটি সুন্দর শিশুর মৃত্যু” নামক কবিতাটির নাম করা যাইতে পারে। মিলটন দেখিতে খুব সুন্দর ছিলেন, এজন্য কলেজেব ছেলেরা তাহার নাম দিয়াছিল— The Lady of Christ College I See? খৃষ্টাব্দে মিলটন এম এ উপাধি লাভ করেন। কেম্বি জ বিশ্ববিদ্যালয়ে তিনি সাত বৎসর ছিলেন। এ সময়ে তাহার লিখিত At a Solemn Music erge Nativity Hymn ( ১৬২৯ ) প্রকাশিত হয় এবং তাহার কবি বলিয়া বিশেষ খ্যাতি হয়। বাকিংহামলায়ার-মিন্টনের বাড়ী এ সময়ে মিলটনের পিতা বাকিংহাম*Histo (Buckinghamshire) org's হোরটন ( Horton ) নামক স্থানে বাস করিতেছিলেন। কলেজে অধ্যয়ম শেষ করিয়া F! م۔م۔م۔م۔م۔