পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

特 . শিশু-ভগৱতী ------------- ·→→-蛤 র্তাহার ইচ্ছা ছিল, ফরাসী দেশ, হুইট্‌ জারল্যাণ্ড, গ্রীস ও ইতালি বেড়াইয়া আসেন, কিন্তু ইংলণ্ডের নানা রাষ্ট্রীয় গোলযোগের কথা শুনিয়া তিনি তাড়াতাড়ি দেশে ফিরিয়া আসিয়াছিলেন। মিল্টন স্বদেশপ্রেমিক ছিলেন–তিনি সে সময়কার রাজনৈতিক অবস্থার প্রতি লক্ষ্য করিয়া লিখিয়াছিলেন—আমার দেশের লোকেরা যখন স্বাধীনতা-সংগ্রামে লিপ্ত থাকিলে তখন আমি প্রমোদ-ভ্রমণে বাস্ত থাকিব-এ কখন" হইতে পারে না ! র্তাহার এই কথা কয়টি কি সুন্দর ! ইহার পর প্রায় কুডি বৎসর কাল পৰ্য্যন্ত মিল্টন কয়েকটি সনেট’ ছাড়া তার কোন কবিতা রচনা করেন নাই। এ সময় তিনি নানা রাষ্ট্রীয় এবং সামাজিক ব্যাপারে জড়িত হইযা পড়েন। তিনি ধৰ্ম্মসংস্কার (Church reform ) forts, stats & সব নানা বিষয়ে প্রবন্ধ লেখেন এবং আলোচনা করেন। সে সকল প্রবন্ধের মধ্যে Reformation of Church 1)iscipline in England sess olto &oisors oil ১৬৪১-১৬৪২ এর মধ্যে তিনি এই প্রকার পাঁচখানি পুস্তিকা প্রকাশ করেন। কি ভাবে শিক্ষার উন্নতি হইতে পারে এই দিকে তাহার দৃষ্টি আকৃষ্ট হয় এবং শিক্ষা সম্বন্ধে নানারূপ গ্রন্থ ইত্যাদি অধ্যয়ন করিয়া ¢f& Tractate of Education af* একটি পুস্তিকা ১৬৪৪ খৃষ্টাব্দে প্রকাশ করিয়াছিলেন। এই একই বৎসরে মুদ্রাযন্ত্রের *atta si x-xt+ šț=tz Areopagitica নামক গদ্য গ্রন্থ প্রকাশিত হয়। তার পরের বৎসর ১৬৪৫ খৃষ্টাব্দে তাহার কবিতাগুলি সঙ্কলিত হইয়া,প্রকাশিত হইয়াছিল। ভিন চার বৎসর পরে মিল্টন বৈদেশিক রা ব্যাপারে কৰ্ম্মসচিবের পদ গ্রহণ করেন। তখন নানা বিদেশীয় রাষ্ট্রের রাজনৈতিক কাগজ পত্র দেখা শোনা, অনুবাদ করা, রাজ্যের বড় বড় রাজনৈতিকদের সংস্রবে আসার ফলে তাহার বাস্তবজগৎ সম্বন্ধে সাক্ষাৎভাবে পরিচয় হইয়াছিল। র্তাহার জীবনী লেখকেরা বলেন যে এই কাৰ্য্যদ্বারা র্তাহার পিশেষ উপকার হইয়াছিল—“The idle singer of an empty day’— এমন কথা মিল্টনেৰ সম্বন্ধে বলা চলে না। রাজনীতি ক্ষেত্রে কাজ লইয়া ব্যস্ত থাকার জন্য মিল্টন প্রায় দীর্ঘ কুড়ি বৎসর বন্ধু সমাগম কাল, তাহার কবি-প্রতিভার উৎকর্ম সাধন করিতে পারেন নাই। যদি পররাষ্ট্রীয় ব্যাপারের কার্য্যে তিনি আত্মনিয়োগ না করিতেন, তাহা হইলে হয়ত বা Comus এর স্যায় আরও কয়েকটি কাব্য এবং Lycidasএর অপেক্ষা ও কবিত্বপূর্ণ কাব্যগীতি লিখিতে পারিতেন । কাজেই সাহিত্য-সমালোচকদের মতে ইংলণ্ডের এমন একজন সাহিতা-ভ্রষ্টীর প্রতিভা রাষ্ট্রীয় ব্যাপারে নিযুক্ত থাকার ফলে সাহিত্যের দিক দিয়া দেশের যথেষ্ট ক্ষতি হইয়াছে। এ সম্বন্ধে অবশ্য অন্যরূপ বলিবারও অনেক কিছু আছে। সে যাহা হউক ১৬৬০ খৃষ্টাব্দে তিনি রাষ্ট্রীয় ব্যাপার হইতে মুক্ত হইয়া সম্পূর্ণ স্বাধীন ও SSAS SSAS SSAS SSASAS SS aeee0 ------- +++→→→+++++→→断