পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/২০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-िथ्s-ज्राञ्चप्र्डको তেমন কিছু নয়, আমি চোরটাকে ধরতে যেতে পারি, যদি তুমি এখানে বসে থাক । আমার দেবতার কোন ক্ষতি না হয় । রাজা অত্যঙ্ক পরিশ্রাস্ত হইয়া পড়িয়াছিলেন, হাসিয়া বলিলেন—কি করতে হবে.বলুন । তুমি আমার পোষাক নাও, আর আমি তোমার পোষাক পরে অস্ত্র-শস্ত্র নিয়ে যাই, তা হ’লেই চোর ধরা যাবে । রাজার শরীরের-অবস্থা তখন এমন শোচনীয় হইয়াছিল যে তিনি আর কোনও আপত্তি কবিলেন না। রাজা হইলেন সন্ন্যাসী, আর সন্ন্যাসী হইলেন রাজা । সন্ন্যাসী রাজা হইয়াই তাহার ঘোড়া ছুটাইয়া দিলেন রাজধানীর निएक। নয় রাজাকে দেখিয়া রাজবাডীর প্রহরীরা উহাকে নমস্কার করিয়া পথ ছাড়িয়া দিল । সন্ন্যাসী রাজা কোন কথা না বলিয়া বরাবর রাজবাড়ীতে চলিয়া গেলেন এবং রাণীর ঘরে যাইয়া দেখিলেন, রাণী ঘুমাইয়া আছেন। তাড়াতাড়ি রাণীকে ডাকিয়া রাজপুত্ৰবেশী সাধু বলিল—শোন রাণী ! রাজধানীতে বড় চোরের উপত্রব হয়েছে, তোমার গায়ের অলঙ্কারগুলি দাও দেখি । রাণী আধ ঘুম আধ জাগরণের মধ্যে ব্যাকুল ভাবে তাড়াতাড়ি অলঙ্কারগুলি গা হইতে খুলিছা ছদ্মবেশী রাজার হাতে দিলেন। রাণীর অলঙ্কারগুলি হাতে করিয়া সন্ন্যাসী তোরণের কাছে আসিয়া প্রহরীদের বলিলেন—সাবধান ! আজি কাকেও রাজবাড়ীর ভিতর ঢুকতে দিবে না। যদি কেউ আসে তাকে হাজতে রেখে দিবে। আমার হুকুম-কাল সকালে হাজির করে । প্রহরীরা মাথা নত করিয়া কহিল—যে আদেশ মহারাজ ! দুষ্ট ব্রাহ্মণ মালিনীর বাড়ীর কাছে আসিয়া ঘোড়টিকে ছাড়িয়া দিলেন। আর রাণীর গায়ের অলঙ্কারগুলি মালিনীর হাতে দিলেন। মালিনীত আনন্দে অস্থির । এদিকে রাজামহাশয় অনেকক্ষণ বসিয়া থাকিয়াও যখন দেখিলেন সন্ন্যাসী ফিরিতেছেন না। তখন রাজা যেমন ফটকের কাছে আসিয়াছেন, আমনি প্রহরী বলিল--কে তুমি ? রাজা বলিলেন—আমি বাজা ! প্রহরী তাহাকে শক্ত করিয়া ধরিয়া কহিল, ই, রাজা না বাদশা । ওরে বেটাকে হাজতে নিয়ে রাখ, । তারপর কহিল এই ত রাজামহাশয় থানিকক্ষণ আগে রাজপুরী থেকে বেরিয়ে গেলেন । প্রধান প্রহরীর আদেশে সকলে ধর-পাকড় করিয়া রাজাকে হাজতে বন্দী করিয়া রাখিল। এই ত খানিকগণ আগে রাজামহাশয় চলে গেলেন রাজা ত অবাক! তবে কি সেই সন্ন্যাসী ঠাকুরের এই কাজ । ছদ্মবেশী রাজা ছকুম দিয়াছিল যে পরদিন বন্দীকে বিচারের জন্স দরবারে আনিতে হইবে । ভাই প্রধান প্রহরী হাঙ্গতের দরজা খুলিয়া দেখিল, কাল রাত্রিতে যাহাকে তাহারা বন্দী করিয়াছে, তিনি সত্যি রাজা ! তখন সে রাজার পায়ের তলায় পড়িয়া ক্ষমা চাহিল । র্তাহার মনে কেমন সন্দেহ হইল, তিনি রাজ- রাজা তখন প্রহরীর কাছে আস্তেীপান্ত সব বাড়ীর দিকে চলিলেন। কথা শুনিলেন । রাণীর কাছে জিজ্ঞাসা করিতে ՀsԵՀ --------- صلى الله عليه وسلممتم۔

  • 攝i