পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/৩০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মধ্যে ‘আর্য জাতি শিখ, পাঞ্জাৰী, প্রভূতি “নডিক" শ্রেণীর অন্তর্ভুত ; বাঙ্গালী, মারাঠী, ও গুজরাটি "আল্লাইন” শ্রেণীর অন্তর্ভূত। আর তামিল, তেলেগু, মালায়ালি প্রভৃতি দ্রাবিড় ভাষী জাতি “মেডিটেরানিয়ান” শ্রেণীর অন্তভূত। যদি ও ভারতবর্ষে ‘সাদা’ ‘কালো’ এবং ‘পীত" এই তিন বর্ণের জাতিই বিদ্যমান, তবু গীল্পাধিকোব অর্থাৎ প্রখর স্বৰ্য্য তাপের প্রভাবে এদেশের শ্বেতজাতির রং অপেক্ষাকৃত মলিন। আব অন্যান্ত দেশের ন্যায ভারতবর্ষেও গুবাকালে ৰিভিন্নজাতিল সংমিশ্রণে কিছু বর্ণ-সঙ্করেব স্মৃষ্টি হইয়াছে। যদি ও ঐন্ধপ বর্ণ-মাস্কৰ্য্য প্রতিযেধ ভারতের জাতি-ভেদ প্রথা প্রবর্তনেল অন্ততম কারণ, তবু এখন পর্যন্ত বিভিন্ন-জাতির সংমিশ্রণ একেবাবে শিবোহিত হয নাই বা কপনও হইতে পারে না। সে যাহা হউক, অধুনা ভাবতে যে সমস্ত মূলজাতিল নিদর্শন বর্তমান, তাছাদের কথা সংক্ষেপে ললিতেছি । (১) নৃতত্ত্ববিৎ পণ্ডিতেবা অনুমান কবেন গে ভারতবর্ষে প্রস্তর যুগ হইতে বহুকাল পর্য্যস্ত পৰ্ব্বাকবি, চ্যাপটা নাক-ৰিশিষ্ট ও কোকড়া-চুলবিশিষ্ট কৃষ্ণ-কায় জাতির মানুষ বাস করিত। তাহারা দলবদ্ধ হইয়াবন্ত ফল-মূল আহরণ ও মৃগযদ্বারা পশুশিকাব ও মৎস্তাদি সংগ্ৰহ করিযা জীবিকানিৰ্ব্বাহ করিত, এবং পর্ণকুটিরে বা গিবিগুছায় বাস কবিত। বর্তমানকালে ভালতের দক্ষিণপ্রান্তে কাণ্ডার, উরুল প্রভৃতি দুই একটি বহু অসভ্য জাতির দৈহিক প্রকৃতিতে ঐ অধুনা-বিলুপ্ত নেগ্ৰিটো জাতির কিছু কিছু নিদর্শন দেপিতে পাওয়া যায। (২) তারপর নূতন প্রস্তব যুগেই বর্তমান মুণ্ডা, সাওতাল, কোল, ভাল, প্রভৃতি-জাতির পূর্ব পুরুষের ভাবতে আসে। আগেকার পণ্ডিতেরা মনে করিতেন ইকার। ভারতের পূর্বপাস্ত হইয়া এখানে আসিয়াছে, কিন্তু আধুনিক পণ্ডিতেরা টহর পশ্চিম প্রাস্তকেই ইহাদের ভারতে প্রবেশের পপ বলিযা নির্দেশ করেন। যদিও ইহাদের গায়ের রং এখন অনেকটা কালো বা ধূসর ( blackbrown ), তবুও পণ্ডিতেরা অনুমান করেন ইহারা cotor or off astfeo (White or Caucasi •िथ्s-छान्ह्वप्डी an race so ) soft অমুরত শাখা। ইহাদের আকৃতি খৰ্ব্ব-কায়, মথার গুলি লম্বাটে, এবং নাক ছোট ও চওড়া। এক সময় ইহারা ভারতের প্রায় সৰ্ব্বত্র পরিব্যাপ্ত ছিল। কিন্তু সভ্যতর জাতিদেব আগমনে ক্রমে তাহাদের অধিকাংশ দলগুলি মধ্যভারতের ও ছোটনাগপুরের ও দক্ষিণ-ভারতের পাহাড় ও জঙ্গলে গিয়া আশ্রয় লয়, এবং এখন পৰ্য্যস্ত ঐ সমস্ত পাৰ্ব্বত্য প্রদেশে তাহাদের বংশধবের বাস করিতেছে। ছোটনাগপুরের মুণ্ড, সাওতাল, ভূমিজ, ছো, বিরহোড়, অমুর, প্রভৃতি জাতি বর্তমান ওড়িষ্যাব খন্দ, গগু, জুযাং, শবর, গদৰ প্রভৃতি জাতি, মাত্রাজ প্রদেশের চেঞ্চ, কোটা, কুটুম্বা প্রভৃতি জাতি ও মধ্যপ্রদেশের কোড়কু, কোডোযা, ও কোল, এবং বোম্বেল খান্দেশ প্রভৃতি অঞ্চলের ভাল কোলি, চোটু, প্রভৃতি জাতি এই শ্রেণীর অন্তর্গত। ইহাদেব সঙ্গি ৩ অষ্ট্রেলিয়া দেশের অসভ্যজাতিদেব সাদৃশু ও জাতিগত সম্পর্কের সম্ভাবনার জন্য অধুনা ইচ্ছাদিগকে প্রোটো-অষ্ট্ৰেলয়ড Hifz (Proto-Australoid race) «friqi ofsহিত করা ৬য। ইছারাই সম্ভবতঃ ভাবতে কৃষিকাৰ্য্য প্রবর্তন ও গ্রামস্থাপন কবিয়া সভ্যতার মূলপত্তন করিযাছিল। (৩) তাবপর ভূমধ্যসাগৰ উপকূলে উদ্ভূত নাতিত্বস্ব-নাতিদীর্ঘ-নাসিকা ও লম্বাটে মস্তকবিশিষ্ট-মেডি-টারেনিযান জাতির একাধিক শাখা স্থলপথে ও পরে কতক হয়তো জলপথে ভাবতে আগমন কবে। পূৰ্বেই বলিযাছি মেডিটাবেনিয়ান জাতিককেসিক জাতিব অংশবিশেষ। ছোটনাগপুব প্রভৃতি প্রদেশে কোন কোন স্থানে যে সমস্ত প্রাগৈতিহাসিক প্রস্তর-সমাধি, পুবাতন ইষ্টকনিৰ্ম্মিত গৃহাদির ধ্বংসাবশেষ ও তাম্রযুগের অস্ত্ৰ অলঙ্কার ও তৈজসপত্রাদি দেখা যায় তাহা প্রাগৈতিহাসিক “অহর” জাতির নিৰ্ম্মিত বলিয়া ঐ প্রদেশে কিংবদন্ত্রী আছে। ইহারাই ভারতে প্রথম ধাতুত্রব্য নিৰ্ম্মাণ ও কৃত্রিম উপায়ে জলসেচন স্বারা কৃষিকার্য্যের উন্নতি সাধন ও আদিম দুর্গ স্থাপন করে। পৃথিবীর সম্ভবতঃ সৰ্ব্বাপেক্ষ পুরাতন গ্রন্থ যে আর্য্যহিন্দুদের ঋগ্বেদ তাহাতে ‘অস্বর’দের সহিত 'আৰ্য্য' জাতির যুদ্ধাদির উল্লেখ দেখা যায়। কেহ কেহ ঋগ্বেদোক্ত Փe Գe ه: سمصمم حمام