পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/৩০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উত্তর ভারত অষ্টম শতাব্দী হইতে দ্বাদশ শতাব্দী সম্রাট হর্ষের দেহাবসানেব পব উদ্ভব ভাবতে কিছু কালেব : জন্য ঘোৰ অলাজকতা হইয়া- 2 ছিল। কথিত আছে কোনও :ে দ্যায্য উত্তলাধিকারীব আ ভালে তাহার ব্রাহ্মণ অমাত্য অর্জুন ব। অরুণাশ্ব বলপূৰ্ব্বক সিংহাসন ধিকার করিয়াছিলেন অর্জুন নিবতিশয় নিষ্ঠুর প্রকৃতিব ছিলেন। চীন দেশের সমাট ৬৪৫ খৃষ্টাব্দে, হর্যের জীবিত কালেই ওয়াংছিযেন সি নামক একজন সন্ত্রাস্ত ব্যক্তির নেতৃত্বে একটা দৌত্য পাঠাইয ছিলেন এই দৌত্যটকে অৰ্জ্জুন সমূলে বিনষ্ট করিয়াছিলেন। কিন্তু ওয়াং-ছিয়েন সি কোনও উপায়ে পলাযন করিয়া নেপাল দেশে আশ্রয় লইয়াছিলেন। সে সময় নেপাল তিব্বতরাজ বিখ্যাত অং-লাংগাম্পের অধীনে ছিল। তিব্বত রাজ, বৌদ্ধবিদ্বেষী ব্রাহ্মণ অমাত্যের ধৃষ্টতা সহ করিতে না পারিয়া ওয়াং-ছিয়েল-সিকে সৈন্ত সাহায্য করিয়া অর্জুনের দর্পচূৰ্ণ করিবার জন্য ভারতবর্ষে পাঠাইয়াছিলেন। ওয়াং অর্জুনকে সম্পূর্ণ ভাবে পরাজিত করিয়া তৎকৃত অত্যাচারের প্রতিশোধ লইয়া ছিলেন। এই কাহিনীর মূলে " কতটুকু সত্য আছে বলা 8ই অসম্ভব। কাবণ চীনদেশীয় গ্রন্থ ছাড়া ইছার উল্লেপ আর কোথাও নাই । বোধ হয় হর্ষের মৃত্যুর পর কান্তকুঞ্জেব সিংহাসনের অধিকার লইয়া ভিন্ন ভিন্ন ব্যক্তির মধ্যে কিছুকাল যাবৎ বিবাদ চলিয়াছিল ও তাছার ফলে দেশম্য অরাজকতা হইয়াছিল। কোনও একচ্ছত্র সম্রাট না থাকায় সামগুরাজগণ স্বাধীনতা ঘোষণা করিয়াছিলেন। সৰ্ব্ব প্রথম মগধরাজ আদিত্যসেন স্বাধীনতাস্বচক পদবী গ্রহণ করিয়াছিলেন। পূৰ্ব্বেই বলিয়াছি আদিত্যসেনের পিতা মাধবগুপ্ত হর্ষের প্রিয় বযস্ত ছিলেন ও তাহারই অধীনে মগধদেশ শাসন করিতেন। পিতাৰ মৃত্যুর পব পুত্র সিংহাসন অধিকার করিষা উদ্ভবপথের একজন শক্তিশালী সম্রাটের মধ্যে পরিগণিত হইয়াছিলেন। তিনি অশ্বমেধ ও অন্তান্ত অনেক যজ্ঞ করিয়াছিলেন। তাহার রাজ্যকালের অনেকগুলি লিপি আবিষ্কৃত হইয়াছে। তাহার মাতা মহাদেৰী শ্ৰীমতী গয়াজেলার অফসড়