পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/৪০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

இஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇ এইবার মোটামুটি স মুদ্র গর্ভে র জীবজগৎ সম্বন্ধে তোমাদিগকে দু-চার কথা বলব। জীব বলতে, প্রাণী ও গাছ-গাছড়া দুই-ই বোঝায়। ডাঙ্গার জীবের সঙ্গে তোমাদের যে রকম প্রত্যক্ষ ও ঘনিষ্ঠ পরিচয় আছে, জলমধ্যস্থ জীবের সঙ্গে সে রকম নেই, থাকতেও পারে না, কেন না তোমরা নিজেরাই ডাঙ্গার জীব, স্থলচর। যদি মানুষ অবাধে সাগরগর্ভে ঘুরে বেড়াতে পারত তা হলে সামুদ্রিক জীবের সঙ্গেও তার ততটাই জানা শুনো হয়ে যেত যতটা আছে ভাঙ্গার গাছ-গাছড়া ও ডাঙ্গার পশুপক্ষী কীট-পতঙ্গের সঙ্গে । তা হলে, আলোচনা করা যাক, জলমধ্যস্থ জীবের খবর আমরা পেয়ে থাকি কি উপায়ে। প্রথম, জোয়ারভাটার কল্যাণে। সমুদ্রে রোজ হবার ভাট পড়ে, তিথি অনুসারে কখনও বেশী, "...= ଖୈ Fá}శీ so সাগর গর্ভের প্রাণী ও উদ্ভিদ ক খ ন ও কম । ভাট। প ড় লে বেলাভূমির যে অংশ নজরে আসে তার উপর, বিশেষত: যদি সেই বেলাভূমি প্রস্তরাকীর্ণ হয় তা হলে, অসংখ্য বিচিত্র সামুদ্রিক জীবজন্তু গাছ গাছড়া পড়ে রয়েছে দেখতে পাওয়া যায়। যেদিন আবার সমুদ্রে ঝড় হয়, আর সেই ঝড় ডাঙ্গার পানে বইতে থাকে, সেদিনকার ত কথাই নেই! সেইদিন ভাটার সময় সমুদ্রতীর রঙ্গবেরঙ্গের সামুদ্রিক তৃণ-শৈবাল ও রকম ब्रकtभद्र ८अलौभाझ, उाद्रामाछ ७ ८छाप्ले बज्र শামুকে ঝিনুকে এমনই ঢেকে থাকে যে বালি প্রায় দেখা যায় না। আবার, পাথরের ফাটল ও গৰ্ত্তে যে জল পড়ে থাকে সেই জলের ভিতরে কত রকমের অতি ক্ষুদ্র জীব খে দেখা যায়, তা বলে শেষ করা যায় না। তার কতক শুধু চোখেই দেখা যায়, কিন্তু অনেক গুলোই অণুবীক্ষণ নইলে নজরে পড়ে না। o |