বিষয়বস্তুতে চলুন

পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/৪০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- সাগল্প গঙ্কে ঙ্ক প্রাণী ও উদ্ভুিদ্ধ তা সহজেই বুঝতে পার। আলো অন্ধকারের অবস্থা সৰ্ব্বত্র এক নয়। তাপ সৰ্ব্বত্র এক জাতীয় সামুদ্রিক কীট সমান নয়। জলের ঢাপের ও উপর নীচে অনেক তফাৎ। জলে কুনের পরিমাণও নান স্থানে নানার কম । এই সবই তোমাদের জানা কথা। জীবের অবস্থিতি অনেকাংশে এই সব অবস্থাভেদের উপর নির্ভর করে। ক্রমশ: উদাহরণ দিয়ে বুঝিয়ে দেৰ । আপাততঃ জীবজগৎ সম্পর্কে যে ছটা মূলতত্ত্ব মনে রাখা অত্যন্ত দরকার, তার কথা বলি ।

  • tal Nto (Brittle Star)

প্রথম এই যে, আলোর সঙ্গে উদ্ভিদজীবনের অতি ঘনিষ্ঠ সম্বন্ধ। যেখানে আলো নেই סיצוגלי সেখানে কোন প্রকারের উদ্ভিদ জন্মাতে পারে না, থাকতেও পারে না। দ্বিতীয় তত্ত্ব এই যে, উদ্ভিদ বিনা প্রাণী বঁচিতে পারে না। প্রাণী মাত্রই উদ্ভিদ খেয়ে কিংবা উদ্ভিদভোজী অন্য প্রাণীর মাংস থেয়ে জীবন ধারণ করে । এই দুই তত্ত্ব ডাঙ্গাতে যেমন সত্য, জলেও তেমনি সত্য, এক জাতীয় কাকড়। Spider crabs) এর কখন কোন ব্যতিক্রম হতে পারে না। তাহলে প্রথম হিসাব করা যাক, সূর্য্যের আলে৷ সমুদ্রগর্ভে কত দূর পৌছায়। আগে তোমাদিগকে বলেছি, যে দিনের অালো জলের মধ্যে আক্লেশে একশো বাম বা ছয়শে। ফুট পৰ্য্যন্ত প্রবেশ করে । উষ্ণ প্রদেশে যেখানে বাতাস পরিস্কার সূৰ্য্য মাথার উপর আসে, সেখানকার প্রখর সূৰ্য্যালোক ছুই বা আড়াই হাজার ফুট অবধি জলরাশি ভেদ করে যেতে পারে। তবে বুঝতে পারছ, যত নীচে যাবে আলো তত কম । ছ’হাজার ফুটে অতি অল্প, তিন হাজার ফুট নীচে একেবারে সূচীভেদ্য অন্ধকার। সেখানে গাছ গাছড়া জন্মাবার কোন সস্তাবনাই


ساجسمه سه سده