পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/৪১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- পরিবেষ্টনের উপর যে শুধু মাছের সংখ্যা নির্ভর করছে, তা নয় । মাছের গড়ন, বর্ণ, "..." - - 落、 ---- _-_

  • itofoot *lā (The paddle worm)

সবই পিভিন্ন পৰিস্থিতে বিভিন্ন প্রকালেব । একটা কথা এষ্টখানে তোমাদেব বলি । সমুদ্রের অনেক প্রাণীকে আমরা সাধারণত: মাছ বলি, যাবা মোটেই মাছ নয়। জেলী মাছ, তারা মাছ, ত মাছ নয়ই, তাদেব অবয়বাদি মাছের থেকে সম্পূর্ণ আলাদা। চিংড়ী মাঢ়কে ও সত্যি মাছ বলা উচিত নয়, কেন না তীব শিরেব কাটা নেই। তিমি মাছ ত স্তন্যপায়ী প্রাণী, ডাঙ্গায় তার উৎপত্তি সামুদ্রিক কাকড়া-বিভিন্ন জাতীয় পরে এসে জলে বাস করেছে। সামুদ্রিক প্রাণীর শ্রেণীবিভাগ পরে করব । এখন শুধু


סף צס -ि१थ्s-ख्ठान्छाण्डौ ----------- কযেকটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে পবিস্থিতি ভেদের জন্য এদের চেহারার কি লকম তফাৎ হয় । ব্যাপারটা বোঝা সহজ। পব, যে মাছ উপরের জলে ভেসে বেড়ায় তাপ বঙ্গই বল, গড়নই বল, দেহাবরণের কঠিন্যই বল, পাট মাইল নীচের গভীব জলেব মাছের অতুলপ হতে পারে না। উপরের মাছের রঙ্গ পটিকিলে, ধূসর ও রূপালী কিন্তু অন্ধকার অতল জলেব মাছ কৃষ্ণবর্ণ। গভীর জলেব মাছকে চাব পাচ মাইল জলের ভার তার মাছ—বিভিন্ন জাতীয় বহন করে ঘুরে বেড়াতে হয, তাই তাদের দেহ ও সেই রকম কঠিন কবে তৈরী। এই জাতীয অনেক মাছ উপরে তুললে তৎক্ষণাৎ ফেটে মরে যায, কেন না উপরে তার দেহের উপব শুধু বায়ুর চাপ। উপর জলের চিঙ্গড়া মাছের রঙ্গ অৰ্দ্ধস্বচ্ছ নীলাভ, কিন্তু গভীর জলেব চিঙ্গডী ও অন্যান্য মেরুদণ্ডহীন মাছের বর্ণ একেবারে লাল । অালার অতল জলের অনেক মাছের সামনে দুটো প্রকাও প্রকাণ্ড চোখ আছে, আবার দুই পাশে জোনাকীর --- -- -ماه مهماهه ]r[[