পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিব্রুsজাভি ও ওল্ড ক্টেষ্টামে-ষ্ট +++++ श्झेब्रा वनिरनम. “छूमि उ नि:भरुष्ठान । তোমার একটি পুত্র সস্তান জন্মিবে—তাহাকে কিন্তু ঈশ্বরের নামে উৎসর্গ করিবে । সে কখন মদ্য স্পর্শ করিবে না। তাতার চুল কখনও কাটা হইবে না। সে-ই ফিলি&িয়ের বিরুদ্ধে ইস্ৰেলের মুক্তি-সংগ্রাম আরম্ভ করিবে ।” তাহার জন্মের পর নাম রাখা হইল স্যামসন (Samson) । ভগবানের অনুগ্রহে দিন দিন সে ষোলকলায় বাড়িতে লাগিল । বড় হইয়া একদিন টিমনাথ সহরে একটি ফিলিখ্রিয় রমণীকে বিবাহ করিতে তাহার ভারি ইচ্ছা হইল। বাপ-মা কত বারণ করিলেন । কিন্তু সে কোন নিষেধ মানিল না । অগত্য। তাহারা রাজী হইয়া পাত্রীর বাপ-মায়ের সম্মতি পাইবার জন্ত টিমনাথ সহরের দিকে রওনা হইলেন । সহরের নিকট উপস্থিত হইলে হঠাৎ একটি সিংহ তাহাদিগকে আক্রমণ করিল। স্যামসন অক্লেশে সিংহটিকে হত্যা করে । অনেক দিন পরে স্যামসন সেই পথে বিবাহ করিতে যাইবার সময় দেখিতে পাইল যে, সিংহের কঙ্কাল সেখানে পড়িয়া আছে । আর ইহার ৰক্ষ্ম-পঞ্জরের মধ্যে একটি মৌচাক রহিয়াছে । মৌচাক হইতে কিছু মধু সে নিজেও লইল ও বাপ-মাকে দিল। তাহারা মধু খাইতে খাইতে পথ চলিতে লাগিলেন । তাহার বিবাহ-উৎসবে টিমনাথের ত্রিশজন যুবাকে নিমন্ত্রণ করা হইয়াছিল । তাহারা পরস্পর ধ"tধা জিজ্ঞাসা করিতেছিল । তখন স্যামসন তাহাদের বলিল, “যদি তোমরা সাত দিনের মধ্যে আমার ধাধার উত্তর দিতে পার, তাহা হইলে আমি তোমাদের ত্রিশটি গায়ের জামা ও অন্যান্য পোষাক দিব ; না পারিলে তোমর। আমাকে দিবে।” তাহার রাজী হইলে সে বলিল, “ভক্ষকের ভিতর হইতে মাংস -o-o-o- ---مجاہ - --- Տ ՀԵr> दाश्द्रि श्झेल ; थtद्र ब्रप्ख्द्र হইতে মধু। বল দেখি কি ?” . সপ্তম দিবসও তাহার এই ধাধার উত্তর বাহির করিতে না পারিয়া স্যামসনের স্ত্রীকে তিরস্কার করিয়া বলিল, “তুমিই ত সব নষ্টের গোড়া। আমাদের ঠকানর জন্তই তোমরা আমাদিগকে নিমন্ত্রণ করিয়াছিলে । ভাল চাও এই ধ"াধার উত্তর বল, না হইলে বাড়ী শুদ্ধ তোমাকে পোড়াইয়া মারিব।” তখন সে স্যামসনের নিকটে গিয়া অনেক কাকুতি মিনতি করিয়া ধাধার উত্তর জানিয়া আসিয়া তাহাদিগকে বলিল । সন্ধ্যার সময় তাহারা স্যামসনের নিকট উপস্থিত হইয়া সোল্লাসে বলিল, “ওহে, ভারী ত ধাধা। এই শোন উত্তর—"মধুর চেয়ে মিষ্টি কি ? সিংহের চেয়ে বলিষ্ঠ কে ?” । স্যামসন বলিল, “বুঝিতে পারিয়াছি-ঘরে বিশ্বাসঘাতক অাছে।” এই বলিয়া সে আস্ফালন সহকারে গিয়া ত্ৰিশ জন ফিলিষ্টিয়কে বধ করিয়া তাতাদের পোষাক অগনিয়া বাজির পণ শোধ করিল। কিন্তু স্ত্রীর বিশ্বাসঘাতকতায় সে এতদূর মৰ্ম্মাহত হইয়াছিল যে, তাহাকে পরিত্যাগ করিয়া দেশে ফিরিয়া গেল । কিছুদিন পরে রাগ পড়িয়া গেলে সে আবার টিম্নাথে ফিরিয়া গিয়া দেখে যে, তাহার স্ত্রী বিবাহ-উৎসবের একজন অতিথিকে বিবাহ বরিয়াছে । তাহার শ্বশুর বলিল, “তুমি ঘৃণাভরে আমার কন্যাকে পরিত্যাগ করিয়া গিয়াছিলে, কাজেই তাকার আবার বিবাহ দিয়াছি। তাহার ভগিনী তাহার অপেক্ষ স্বন্দরী। তুমি তাঙ্গকে গ্রহণ কর।” স্যামসন আর ক্রোধ সম্বরণ করিতে পারিল না। এই সময়ে মাঠে শস্য পাকিয়াছিল। স্যামসন তিনশত শিয়াল ধরিয়া জোড়ায় জোড়ায় তাহাদের লেজ বাধিয়া তাহার সঙ্গে একটি প্রজ্বলিত ভিতর --- {