পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

حمامام fshes <gragrseh মশাল বাধিয়া শস্তক্ষেত্রে ছাড়িয়া দিল । মাঠের সমস্ত ফসল ও বৃক্ষাদি পুড়িয়া ছাই হইয়া গেল। তখন ফিলিস্ট্রিয়েরা ক্রোধান্ধ হইয়া স্যামসনের স্ত্রী ও তাহার পিতাকে পোড়াইয়া মারিল । ইহাতে স্যামসনের ক্রোধ তাহীদের উপর আরও বৃদ্ধি পাইল । সে তখন তাহাদেৱ অনেককে হত্যা করিয়া প্রস্থান করিল। ইহাতে ফিলিষ্টিয়দের আর ক্রোধের সীমা রহিল না। তাহারা জুদা আক্রমণ করিল। জুদার অধিবাসীর কারণ জিজ্ঞাসা করিলে তাহারা বলিল যে, তাহার। স্যামসনকে বন্দী করিতে আসিয়াছে—কারণ, সে তাহাদের প্রভূত ক্ষতি করিয়াছে। তখন জুদার লোকেরা স্যামসনের খোজে বাহির হইল । একদিন এটামের শৈলশিখরে স্যামসনকে দেখিতে পাইয়া জুদার (Judah) লোকের খুব তিরস্কার করিল। “কেন তুমি ফিলিষ্টিয়দের সঙ্গে বিবাদ করিয়া তাহাদের ক্ষতি করিয়াছ ? তুমি কি জান না যে, র্তাহারা আমাদের প্রভু ? আমরা তোমাকে বাধিয়া তাচাদের হস্তে সমপণ করিব।” স্যামসন তাহাদিগকে কিছুমাত্র বাধা দিল না । তাহারা তাহাকে বাধিয়া ফিলিষ্টিয়দের কাছে আনিল। তখন তাঙ্গাদের ক্ষত্তি দেখে কে ? এদিকে স্যামসন কিন্তু দৈব বলে বলীয়ান হইয়া অক্লেশে তাতার বাধন ছিন্ন করিয়া নিজেকে মুক্ত করিল ও পথপার্শ্ব হইতে একটি মৃত গাধার চোয়াল তুলিয়া লইয়া এক সহস্ৰ ফিলিষ্টিয়কে হত্যা করিল। অতঃপর স্যামসন বাইশ বৎসর ইম্রেলের বিচারকের পদে অধিষ্ঠিত রহিল। একদিন স্যামসন গাজানগরে (Gaza) গিয়া একটি গৃহে অবস্থান করিল। তাহার আগমনের কথা জানিতে পারিয়া গাজাবাসীরা তাহাকে হত্যা করিবার জন্য নগরের দ্বারে প্রতীক্ষা করিতে লাগিল । মধ্য রাত্রে --- -o-o-o-o-o-o ՖՀ:Տ օ --- স্যামসন বাহির হইয়া নগর-তোরণে উপস্থিত হইয়া তোরণদ্বার উত্তোলন করিয়া কঁাধে লইয়া গন্তব্য স্থানে চলিয়া গেল। নগরবাসীরা বিস্ময়-বিমূঢ় হইয়া চাহিয়া রঙ্গিল । ইতার কিছুদিন পরে স্যামসন সোরেক উপত্যকায় দেলিলা (Delilah) নামে একটি রমণীকে ভালবাসিল। ফিলিষ্টিয় নেতার দেলিলাকে অনেক ধনরত্ব দিবে বলিয়া প্রলুব্ধ করিয়া তাহাকে বলিল, “স্যামসনের শক্তির উৎস কোথায় জানিয়া আমাদিগকে বলিলে তোমাকে আমরা প্রত্যেকে ১১ • o রৌপ্যখণ্ড দিব ।” তখন দেলিলা স্যামসনকে অনেক কাকুতি মিনতি করিয়া বলিল, “আচ্ছা বল দেখি তোমার শক্তির উৎস কোথায় ? আচ্ছা তোমাকে কি দিয়া বাধা যায় ?” সামসন উত্তর করিল, “আমাকে যদি কেহ সাতটি চিরসবুজ লতা দিয়া বাধে তাহা হইলে সম্পূর্ণরূপে অসহায় হইব ।” তখন ফিলিষ্টিয় নেতারা দেলিলাকে এইরূপ সাতটি লতা আনিয়া দিল । সে তাহা দিয়া স্যামসনকে বাধিয়া ফেলিল এবং "ফিলিষ্টিয়ের তোমাকে আক্রমণ করিতেছে” বলিয়া চিৎকার করিয়া উঠিল । তৎক্ষণাৎ স্যামসন পিনা আয়াসে তাহার বন্ধন ছিন্ন করিল। তখন অভিমান করিয়া দেলিল। বলিল, “তুমি খালি আমাকে ধাপ্পা দিয়াছ । সত্য বল না, তোমাকে কি দিয়া বাধা যায়।” স্যামসন বলিল, “যদি কেহ আমাকে একেবারে আনকোরা নূতন দড়ি দিয়া বাধে, তবে আমার আর কোন ক্ষমতা থাকে না।" আবার দেলিলা তাহাকে বাধিল । কিন্তু এবারও সে পূর্বের্বর ন্যায় বাধন ছিড়িয়া ফেলিল। আবার কাকুতি মিনতি করিলে স্যামসন বলিল যে, তাহার সাত গোছা চুল যদি কেহ বাধে তাহা হইলে সে আর মুক্তি লাভ করিতে ASAAAAS SASAASAAAS