পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

#

- |- - সিরিয়া এসিয়ার একটি ছোট দেশ। ভূমধ্যসাগরের পুর্ক তীরে ইহার অবস্থান। ইহার o সীমা এসিয়া মাইনর,(Asia Minor) পুৰ্ব্ব সীমা ইরাক (Iraq), দক্ষিণে ট্রান্স জর্দান (Trans Jordan) s "stofon পূৰ্ব্বে সিরিয়া তুরস্কের অস্তভুত ছিল। এখন সিরিয়া ফরাসীদের কর্তৃত্বাধীনে শাসিত হইয়া থাকে বর্তমানে সিরিয়া ও লেবানন, লতাকিয়া (Latakin) আলাওইয়া (Alwayia) এবং জেবেল-এ দ্রুজ, Jebel-ed-Druz) z Ffs at støTFG z Butts i সিরিয়াকে পাৰ্ব্বত্য দেশ বলিলে অভুক্তি হয় না। লেবানন ও আন্টিলেবানন পৰ্ব্বতশ্রেণী ভূমধ্যসাগরের তীরে তীরে পাশাপাশি ভাবে বিস্তৃত রহিয়াছে। লেবানন পৰ্ব্বতের উচ্চতা ১৯,৫৪• ফিট হইবে, তিমারুমের (Timarum) কাছাকাছি। আরদাহর-এল-খাদে:বর কাছাকাছি হইবে প্রায় ১০,৫০৫ ফিট্। এই পৰ্ব্বতশ্রেণীর পূৰ্ব্বদিকের অধিতকাগ্রদেশ ক্রমশঃ ঢালু হইয়া ইরাকের মরুভূমির সহিত যাইয়। মিশিয়াছে। দক্ষিণদিকের উৰ্ব্বর প্রদেশের নাম হোরান ( Hauran ) এদেশের প্রধান নদীর নাম ওরোস্তেস্ (Orontes) । हेरु थांग्र झहे नष्ठ भाहेन मौर्घ ।। ३३tघख्न् िननैौ ইরাকের উত্তর-পূৰ্ব্ব দিক্ দিয়া প্রবাহিত হইতেছে। সিরিয়ার সহিত অনেক পুরাণো কথা জড়ান রহিয়াছে । বাইবেলে লিরিয়ার কথা অনেক প্রাকৃতিক অবস্থা नी আছে । এই দেশের উপর দিয়া অনেক -রণ-দুন্দুভি বাজিয়া গিয়াছে। সেই খুৰ প্রাচীন ইতিহাসের কথা ছাড়িয়া দিলে ঐতিহাসিক যুগে দিগ্বিজয়ী বীর আলেকজাণ্ডার হইতে আরম্ভ করিয়া অনেক রোমক বীর এই দেশের উপর দিয়া বিজয়-যাত্রা করিয়াছেন। সিরিয়ার অধিবাসীদের মধ্যে মুসলমানের সংখ্যাই বেশী। খৃষ্টান, দ্রুজ, প্রভৃতি নানাজাতীয় লোকও এদেশে বাস করে । ধৰ্ম্ম লইয়া কলহ এখানে অনবরতই চলিয়া অসিতেছে। এজন্য নানা অশান্তি ঘটিতেছে। তাহার ফলে এদেশের ব্যবসা-বাণিজ্যেরও খুব ক্ষতি হইতেছে। কৃষিকাৰ্য্যই এদেশের লোকের প্রধান জীবিকা । তামাক এখানকার প্রধান কৃষি। রেশম-কীট পালনও একটা প্রধান ব্যবসায়। এদেশের জমি তেমন উল্লর নয়। লেবানন পাহাড় সাগর-তীরে দাড়াইয়া আছে বলিয়া সামুদ্রিক বায়ু দেশের ভিতরে আপিতে পারে না, কাজেই বৃষ্টি তেমন হয় না। এজন্য জলের অভাব খুব বেশ । সিরিয়ার মধ্যবৰ্ত্তী প্রদেশে জলের অভাব এত বেশ যে, কৃষকদের সহিত গৃহস্থদের জল লইয়া প্রায় বিবাদ হয়। যে সব ছোট ছোট খাল বা জল-নালী আছে, কৃষকেরা তাহাদের ক্ষেতের ভিতর দিয়া উহার প্রবাহ লইয়া যাইতে চাহে, আর গৃহস্থের চাহে তাহাদের গ্রামের কাছাকাছি দিয়া লইতে। ফলে, ঝগড়া বাধে এবং আদালত পৰ্য্যস্ত গড়ায়। লোক-জন কৃষিকাৰ্যা