পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সিশঙ্কিমল্লা সময় সময় ঝড়ে ছাওয়ার যত তীব্র বায়ু দেশের উপর দিয়া ৰহিয়া যায়। তাছার ফলে ধূলিপূৰ্ণ ৰাতাস চারিদিক আচ্ছন্ন করিয়া ফেলে। তখন চারিদিক্‌ श्रककांद्र झहेष्ठा याग्न, cन नभग्न সিরিয়ার পথে চলা ফুক্ষর হইয় উঠে। এদেশে যেমন গ্ৰীষ্ম, তেমনি শীত। তবু এদেশের স্বাস্থ্য ভাল। এখানকার স্বৰ্য্যোদয় ও স্বর্যাস্তের শোভা পরম রমণীয়। আকাশ তখন নালাবণে অপূৰ্ব্ব শোভা ধারণ করে। সিরিয়ার গুহপালিত জীবজন্তুর মধে। উষ্টই প্রধান । পোকা বহিতে, মরুভূমির পথে চলাফেরা করিতে উঠুই হইতেছে একমাত্র প্রাণী । এদেশের লোকের। উটের দুধ খায়, উটের মাংস খায়, উটের চামড়াদিয়া জিনিষপত্র লাভ সরঞ্জাম প্রস্তুত করে। উটের লোমদিয়া তাৰু তৈয়ারী করে আর উটের পুরষ শুকাইয়। ঘুটে প্রস্তুত করিয়া জালানীর কাজ করে । সিরিয়ার মত মরুভূমির দেশে দাড়া লাচে না, কাজেই, ঈশ্বৰ এদেশের লোকের উপকারের জন্ত উটের স্মষ্টি করিয়াছেন। প্রতি বৎসর ছাজার হাজার মক্কাতীর্থযাত্রী সিরিয়ু। দেশের মধ্য দিয়া মক, মদিন। প্রভৃতি তীর্থস্থানে গমনাগমন করে । এই যাত্রীদের মধ্যে কেহ বা পায়ে তাটিয়া যায়, কেহ বা উটের পিঠে চড়িয়া যায়। অনেক যাত্রী এখন রেলের গাড়ীতে যাতায়াত করে। রেলগাড়ী চলাচলের সঙ্গে সঙ্গে এদেশের লোকের জীবনযাত্রার অনেকট। পরিবর্তন কইয়াছে কিন্তু অধিবাসীরা এমনই রক্ষণশীল যে, এখনও পলান্ত প্রাচীন রীতিনীতির বড় একটা পরিবত্তন ঘটে নাই । সিরিয়াকে আমরা দূর হইতে যেমন মস্ত বড় মরুদেশ বলিয়া মনে করি, প্রকৃতপক্ষে কিন্তু তাই নহে । সমতল ভূমি দিয়া যাইতে যাহতে পথের মধ্যে প্রায়হ গ্রামের পর গ্রাম দেখিতে পাওয়া যায় । এক গ্রাম হইতে আর এক গ্রামে যাইবার পথে চাষ করা মাঠও যেমন দেথা যায়, তেমনি মরুভূমির উষর প্রান্তরও চোখে পড়ে। প্রত্যেক গ্রামেই এক একটি মসজিদ দেখিতে পাওয়া যায়। মসজিদের গায়ে গায়ে লোকের ঘর-বাড়ী। কোথাও কোথা ও পাচাড়ের গায়ে দুই একটি ক্ষুদ্র পল্লী বিক্ষিপ্তভাবে অবস্থিত। এদেশের ঘর-বাড়ী কি ধনী, কি দরিদ্র প্রায় সকলেরই এক ধরণের । ধনীর বাড়ীর ঘরে নানারূপ কারুকার্য্য দেখিতে পাওয়া যায়। প্রত্যেক ●धवन वायू शृ**ाणिरू खौवबद्ध


չՀ>Գ বাড়ীর সন্মুখেই একটি দরদালান, তারপর বসিবার ঘর বা বৈঠকখানা ঘর। বড়লোকের বাড়ীর বৈঠকখানা ঘরেব তিন দিক্‌ ৰেড়িয়া কক্ষ-প্রাচীপের ঠেস দেওয়া বসিবার অালন আছে । অতিথিরা ঐ সব অালনের উপর বলে ; –গুহস্বামী মধ্যস্থলে একখানি নীচু স্বাসনে বসিয়া থাকেন। চাষীদের বাড়ীতে কোন বসিবার ঘর থাকে না । তাছার ঘরের মেজের উপর মাগুর বিছাইরা বসিবার ধাপস্থা করে । ঘরের কাণে কঙ্গল, মাদুর, বালিস এণ্ঠসল জড় করা থাকে, BBBB eB BBB BBB BBSBSS BBB BBBS0 বাসন কে1সন ও সাজসরঞ্জাম, কি চাষা, কি ধণী সকলের বাড়ীতেই দেখা যায়। o - - भिन्निशातानैौ ठोशत এদেশের লোকেরা যেমন অদৃষ্টবাদী, তেমনি নানাপ্রকার তাঙ্কতুক, মস্থতন্ত্র কবচ ও ঔষধের প্রতিও হছাদের খুব বিশ্বাস। অ। পদ-বিপদের হাত হইতে মুক্তি পাই ৰার জন্য দে ওমালের গায়ে কোরাণ-শরীফের অীয়াং খোদিত করিয়া রাখে। ধনীদের বাড়ীতে বাড়ী ঘরে শিল্পচাতুগা দেখিয়া মুগ্ধ হইতে হয়। কোনও মুসলমান গৃহস্থের বাড়ীতে পশু পক্ষী বা অল্প কোন রূপ জীবজন্তুর চিত্র থাকে না । - →→→回