পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৌদ্ধগানের পরে বাংলা সাহিত্য যে যুগে বৌদ্ধ গান ও দোহা গাওয়া বা লেখা হয়, সে যুগে আর কিছু রচিত হইয়াছিল কি না, তাহা আমরা জানি না।

零知 び51 ? ভবিষ্যতে রকম অনেক গান পাওয়া যাইতে পারে ; আবার কিছু নাও পাওয়া যাইতে পারে। যিনি সন্ধান করিতে পরিবেন, তিনি আমাদের জ্ঞানের সীমা বাড়াইয়া দিবেন, এবং যতখানি সন্ধাম করিবেন, ততদূর বাড়াইয়া দিবেন। তবে একথা ঠিক যে, এখনকার যত লোকে পড়াশুনা করে, তখন তত লোক পড়িত মা, লিখিত না। এখন আমাদের মধ্যে যাহাতে সকলে লেখাপড়ায় খানিকটা সময় কাটায়, তাহাই আমরা করিতে বা দেখিতে চাই ; সেকালে লোকে নানা কাজে ব্যস্ত থাকিত, পড়াশুনা এতদূর এভাবে ছড়াইয়া পড়ে নাই,—লোকে জীবনের অনেক দরকারী কথা জানিত, আমরা হয় তো অনেক পথি পড়িয়াও তাহা জীবনে কাজে লাগাইতে পারি না,—সেরূপ ছিল না। সেকালে যাহারা লেখাপড়া করিতেন, বই লিখিতেন, কাব্য রচনা করিতেন, তাহীদের সঙ্গে আমাদের যথেস্ট প্রভেদ - डैशtनत अडोद्र नृष्टेि ছিল, আর তাহারা যাহা লিখিতেন, তাহ ছিল সম্পূর্ণ নিজেদের ভাল, সুতরাং সেকালের অতি সামান্য সাহিত্যেরও একটা বিশেষ মুলা আছে। বৌদ্ধ গান ও দোহার পরে অন্য অনেক গান বাংলা দেশে রচিত হয় । ঠিক কোন সময়ে এই সকল গান লেখা হয়, তাহা বলা যায় না । তবে এখন তক্টতে প্রায় ছয় শত বৎসর পূৰ্ব্বের লেপা, তাহাতে সন্দেহ নাই। ঘটনা হয় তো আরও আগেকার, তাহার পর আবার অামাদের দেশে বহু বৎসরের মধ্য দিয়া লোকের মুখে মুখে, গানে গানে অনেক বার অনেক অদল-বদল হইয়া গিয়াছে। তখনকার অনেক কথা এখন চলে না, তখনকার চলিবার ভঙ্গীও ছিল সম্পূর্ণ আলাহিদা ধরণের। এই সকল গানের কিছু কিছু যাহারা গান গাহিত, তাহাদের মুখ হইতে লিখিয়া লওয়া হইয়াছে, কিছু কিছু পখি হইতে পাওয়া যায়, আর কিছু কিছু আমরা অনুমান করিয়া লই বা উল্লেখ পাই, কিন্তু গানগুলি পাই না।