পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/২৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পিথাগোরাস আম্মানিক ৬০০–৫ • • খৃঃ পূৰ্ব্বাদ ) Pist tol (Sainos) zit Nor স্থানে আনুমানিক খৃ: পূৰ্ব্ব ৬০ - শতাব্দীর প্রথম ভাগে *Y* **, f**ft*t**i (Pythagoras) S2:35, জন্মগ্রহণ করেন। তাহার জীবনী সম্বন্ধে কতকগুলি কাল্পনিক কাহিনী ব্যতীত তেমন আর কিছুই জানা ধায় না। বোধ হয় তিনি মিশর দেশে গিয়াছিলেন, কেননা সে সময়ে সামোস ও মিশরে যাতায়াত ছিল। পিথাগোরাসের দ্যায় একজন প্রতিভাশালী ব্যক্তি মিশর দেশের পুরোহিতদের নিকট হইতে কোনরূপ শিক্ষালাভ করিয়াছিলেন বলিয়। মনে হয় না। ৫৩০ খৃ: পুৰ্ব্বাব্দে ইটালির অন্তর্গত ক্রোতোন (('rotona)নামক স্থানে পিথাগোরাস একটি শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করেন। এখানে তিনি শিষ্যগণের নিকট র্তাহার শিক্ষার আদর্শ প্রচার করিতেন। ধন্ম ও নীতিই ছিল তাহার শিক্ষার মূল আদর্শ। লোকে তাহাকে দার্শনিক পণ্ডিত বলিলেও তিনি নিজে আপনাকে জ্ঞানভিক্ষু বলিয়া প্রচার 鲇 ----- * ১৩৫৬ পৃষ্ঠার পর _s.) { পিথাগোরাস করিতেন। তাঙ্গার মতে পৃথিবীর সুখ বল, টাকা-কড়ি বল, এ সকল কিছুই নহে। পকৃত জ্ঞানের জন্য জীবন উৎসর্গ করাই হইতেছে মানুষের প্রধান কৰ্ত্তব্য। সেকালের আমোদপ্রিয় বিলাসী লোকদের কাছে তাহার এই সংযম ও ত্যাগের কথা ভাল লাগিবে কেন ? কাজেই তাহার দেশ ছাড়িতে হইল। পিথাগোরাসের শিষ্য হইতে যাহার। আসিত, তাহদের অনেক কিছু পরীক্ষা দিয়া আসিতে হইত। পাচ বৎসর কাল তাহীদের নির্জনে থাকিতে হুইত, তারপর তাহাদিগকে ত্যাগের অাদর্শ শিক্ষা দিবার জন্য নানারূপ হীন কাজ করিতে হইত এবং শেষটায় তাহাদের বিদ্যাবুদ্ধি কিছু আছে কিনা সেবিষয়ে পরীক্ষা দিবার জন্য অঙ্কশাস্ত্র অধ্যয়ন করিতে হইত। পিথাগোরাস নিজে জ্যোতির্বিজ্ঞান ও গণিতে পারদর্শী ছিলেন। পিথাগোরাস সেকালে অনেক নুতন কথা বলিয়। গিয়াছেন। তিনি বলিতেন, এই যে গ্রহগুলি ースア