পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/২৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:----- --- হে*াকিটাস, ঘুরিতেছে—আমাদের পৃথিবী ঘুরিতেছে, তাহার ফলে তরুণ ও তরুণীদের মধ্যে তাছার মতবাদ প্রচার এক অপূৰ্ব্ব সঙ্গীত-ধ্বনি উত্থিত হইতেছে। করিতেন। তাছার বিশ্বাস ছিল যে, এই শ্রেণীর লোকেরা পিথাগোরাস নিজে সঙ্গীত বিজ্ঞান সম্বন্ধে অনেক কিছু নূতন আবিষ্কার করিয়া গিvাছেন। সেকালে গ্রীকের এক তার দিয়া তৈয়ারী (Monochord) নামে একরূপ তারযন্ত্র বাজাইতেন। পিথাগোরাস উহার সহিত আরও অনেকগুলি তার সংযুক্ত করিয়া তাহার ভিতর দিয়া নানা বিভিন্ন সুরের স্বষ্টি করিয়াছিলেন । আত্মার অমরত্ব ও জন্মাগুরবাদ সম্বন্ধে পিথাগোরাস যে মতবাদ প্রচার করেন, তাহ। সে সময়ে এক নুতন আন্দোলনের স্বষ্টি করিয়াছিল। অনেকে বলেন, তাহার এই মতবাদ তিনি মিশরীয় পুরোহিতদের নিকট হইতে পাইয়াছিলেন । পিথাগোরাসের প্রভাব সে সময়ে গ্রীকদেশে বিশেষভাবে প্রচারিত হইয়াছিল। অনেক বড় লোক তাহার মতাবলম্বী ছিলেন। তিনি স্ত্রী ও পুরুষ সকলের কাছেই নিজের মতবাদ প্রচার করিতেন । পিথাগোরাসের স্ত্রী ও স্বামীর ন্যায় একজন দার্শনিক ছিলেন। পিথাগোরাস অভিজাত সম্প্রদায়ের যদি তাহার মত গ্রহণ করে তাহা হইলে তাহার মতবাদ প্রচারিত হুইবার সুযোগ ঘটিবে। প্রকৃতপক্ষেও তাহাই হইয়াtছল। সে সময়ে পিথাগোরাসের দল Aাষ্ট্ৰীয় জগতে ও প্রাধান্ত লাভ করিতে পারিয়াছিল। সে কেবল ক্রোতোনা সহরে নয় – ইটালির অন্তান্ত সহরেও তাছার মতবাদ প্রচারিত হইয়াছিল। তিনি আপনাকে একজন জ্ঞানভিক্ষু বলিয়া পরিচিত করিলে কি হইলে ? তাছার দলের লোকের রাষ্ট্ৰীয় ক্ষেত্রেও প্রভূত্বলাভের প্রয়াসী হইয়া পড়িয়াছিল। এজন্য র্তাহার ও তাহার দলের বিরুদ্ধে একদল লোক বিদ্রোহী ছইয়া উঠে । তাহাতে পিথাগোরাসের দলের লোকের অনেকের মৃত্যু হয় । পিথাগোরাস্নিজেও বিদ্রোহীদেব হাতে পড়িয়া মারা যান কি না, তাই জানা যায়ু না । আনুমানিক গু: পূ: ৫০০ অব্দে তাছার মৃত্যু হয়। পিথাগোরাস মরিয়া গিয়াছেন–কিন্তু তাছার কীত্তি, কথা আজও অমর হইয়া বাচিয়া আছে । হেরাক্লিটাস ( আনুমানিক ৫৩r-৪৭৫ খৃষ্ট: পুলান্দ ] হেরা ক্লদাস (Ileraclitus) ইপেসাস নামক স্থানে ৫৩৫ খৃঃ পূৰ্ব্বাদে জন্মগ্রহণ করেন । তিনি সারা জীবন তাছার জন্মভূমি ঐ ক্ষুদ সংরটিতেই অতিবাহিত কপেন । ষাট বৎসর বয়সে তাইfর মৃত্যু হয় । হেরাক্লিটাসের কাছে ধন-সম্পদ ও সন্মানের, কোন মলাই ছিল না। কতবার তাহার দেশের লোকেরা ক্টোহাকে শাসনকৰ্ত্তার পদ দিতে চাহিয়াছে কিন্তু তিনি তাহা উপেক্ষা করিয়াছেন । গ্ৰীক দার্শনিক ডেমোক্রিটাসকে যেমন লোকে আদর করিয়া নাম দিয়াছিল "খোসমেজাজের দার্শনিক, তেমনি হেরাক্লিটাসকে তাহার দেশের লোকেরা নাম দিয়াছিল “কাদুনে দার্শনিক” সংর ছাড়িয়া দূর পাহাড়ের উপর যাইয়া বাস করিতেন এবং গাছের শিকড়, পাতা ও ফল খাইয়া


হেরাকিটাস (Weeping philosopher) i "tā "TE (", তিনি কাহার ও কিছু নাই । আমি রাজসভার জাকজমক >8 ea জীবন ধারণ করিতেন। পারস্তের সমাট দরায়ুস {Darius)তাeাকে নিমন্ত্ৰণ করিয়া লইয়া গিয়াছিলেন । দরায়ুসের সভায় উপস্থিত হইয়। হেরাক্রিটাস বলি লেন--"আমি এপিস।স (Ephesus) নগরের ছ স্টাস পেমেসের পুত্র টেরাফিটাস --আপনার সুখ ও স্বাস্থ্য কামনা করি। অামার নিলেদশ এই যে, পুথিবীর লোকের সত্য ও স্বায়ের পথ ছাড়িয়া দিয়া দিন দিন পাপ ও প্রলোভনের পথে যাইতেছে, মিথ্যা অহঙ্কার ও গৌরবের উনাই সকলে লালাস্থিত । আমার কথা কি জানেন ? আমার কাহারও প্রতি হিংসাও নাই—দ্বেধও নাই ; আমাকে হিংসা করিবার মতও ভালবাসি না। আর আমি জীবনে কোনদিন পারস্ত দেশে কিংবা পারস্ত সম্রাটের দরবারে আসিব না। جمہ میم